ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

চাকরি জাতীয়করণের দাবিতে শাহবাগ অবরোধ, তীব্র যানজট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৯, ১৯ অক্টোবর ২০২৪ | আপডেট: ১৩:৩৬, ১৯ অক্টোবর ২০২৪

চাকরি জাতীয়করণের দাবিতে শাহবাগে অবস্থান নিয়েছে আউটসোর্সিংয়ের মাধ্যমে সরকারি অফিসে নিয়োগপ্রাপ্ত সারাদেশের কর্মিরা। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

শনিবার (১৯ অক্টোবর) সকাল ৯টা থেকে শাহবাগে আসতে থাকেন তারা। সকাল ১০টার পর থেকে শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় অনেক যাত্রীকে বাস থেকে নেমে হেঁটে গন্তব্যের উদ্দেশ্যে যেতে দেখা যায়।

দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ অন্দোলন চলবে বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা।

আউটসোর্সিং নীতিমালা বাতিল এবং আউটসোর্সিং, দৈনিক ভিত্তিক ও প্রকল্পে কর্মরতদের বহাল রেখে বয়স শিথিল করে চাকরি স্থায়ীকরণের দাবি তুলেছেন সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে এ পদ্ধতিতে কর্মরতরা।

বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ডাকে সারাদেশ থেকে আউটসোর্সিং কর্মিরা রাজধানী ঢাকায় আসেন।

সভাপতি মাহবুবুর রহমান আনিস জানান, সারাদেশে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত ৮ লাখেরও বেশি কর্মী রয়েছে। এর মধ্যে অন্তত পক্ষে ১ লাখের বেশি কর্মী আজ উপস্থিত হয়েছেন।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই ৮ লাখ কর্মির একটাই দাবি, চাকরি জাতীয়করণ।

সকাল থেকে ব্যানার-ফেসটুন-পোস্টার নিয়ে মিছিল সহকারে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে শাহবাগে আসতে থাকেন আউটসোর্সিং কর্মিরা। এর ফলে দুপুরের আগেই হোটেল ইন্টার কন্টিনেন্টাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পল্টন প্রেসক্লাবগামী সব সড়ক পরিপূর্ণ বন্ধ অবস্থায় রয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি