ঢাকা, শনিবার   ০১ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

চাপাতির কোপ, কসাইয়ের হাতে কসাই নিহত

খুলনা প্রতিনিধি

প্রকাশিত : ১০:৪৯, ১ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

খুলনার রূপসায় মাংস বিক্রির টাকা চাওয়াকে কেন্দ্র করে কসাইয়ের হাতে এক মাংস ব্যবসায়ী নিহত হয়েছেন। 

শুক্রবার রাত পৌনে ১০টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আরিফ কসাইয়ের। তিনি খুলনা সদর থানাধীন মোহাম্মদ আলীর ছেলে।

পুলিশের সুত্রে জানা গেছে, খুলনা সদর এলাকার বাসিন্দা মোহাম্মদ আলীর ছেলে আরিফ (২৩) নামে এক যুবক সন্ধ্যা সায়ে ৬টার দিকে রূপসা উপজেলার সেনের বাজার এলাকায় কসাই রুবেলের মাংসের দোকানে যায়। রুবেল কসাইয়ের নিকট দীর্ঘদিন ধরে মাংস ক্রয়-বিক্রয় করে আসছিল আরিফ। সেই সূত্রে ২ লাখ ৫০ হাজার টাকা রুবেলের নিকট পাওনা হয় আরিফ। পাওনা টাকা চাইতে এলে রুবেল এবং আরিফের মধ্যে কথা কাটাকাটি ও ধস্তাধস্তির একপর্যায়ে আরিফকে ধারালো চাপাতি দিয়ে মাথায় সজোরে আঘাত করে।

এ সময় স্থানীয়রা আরিফকে উদ্ধার করে দ্রুত খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।  রাত পৌনে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আরিফের মৃত্যু হয়। 

এ ঘটনার জেরধরে উভয়েপক্ষের সংঘর্ষে শাহীনসহ আরও কয়েকজন আহত হয়েছে বলে জানিয়েছেন রূপসার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহফুজুর রহমান।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি