ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

চাপেও ভালো ব্যাটিংয়ের রহস্য ভেদ করলেন মুশফিক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৪, ২৭ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১০:৪৬, ২৭ সেপ্টেম্বর ২০১৮

পাকিস্তানের বিপক্ষে বুধবার রাতে দল ১২ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে মুখ থুবড়ে পড়েছিল। এমন পরিস্থিতিতে মুশফিকুর রহিম কী ইনিংসটাই না খেললেন!

ইনজুরির কারণে সাকিবহীন দলে মাত্র ১২ রান তুলতেই একে একে সাজঘরে ফেরেন তিন ব্যাটসম্যান লিটন দাস (৬), সৌম্য সরকার (০) এবং মমিনুল হক (৫)। তবে আসরের শুরুতে শ্রীলংকার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচের মতো খাঁদের কিনারা থেকে দলকে খেলায় ফিরিয়ে আনেন মুশফিকুর রহিম। তবে সেই ইনিংস শেষ হয়েছে আক্ষেপ দিয়ে। কারণ সেঞ্চুরি হয়নি মাত্র ১ রানের জন্য। তবে যাইহোক, মুশফিকের ৯৯ রানের সেই ইনিংসে ভর করে দল পেয়েছে লড়াইয়ের পুঁজি আর তা সম্বল করে ফাইনালের দেখা পাইয়ে দিয়েছেন বোলাররা।

ভীষণ চাপের মুহূর্তে চওড়া হয়ে ওঠে মুশফিকের ব্যাট। এ নতুন কিছু নয়। আসলে মুশফিকের ব্যাটিং যেন নিস্তরঙ্গ নদীর নির্মল স্রোত। অপ্রয়োজনে উথাল-পাতাল ঢেউ ওঠে না। আবার যত পাথুরে বাধাই থাক, বয়ে চলবেই। ভীষণ চাপের মধ্যে মুশফিক কীভাবে খেলেন এমন অসামান্য সব ইনিংস? প্রশ্নটা পাকিস্তানের সাবেক ব্যাটসম্যান ও ধারাভাষ্যকার রমিজ রাজার। ম্যাচ শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মুশফিক এই প্রশ্নের জবাব দিয়েছেন তার ব্যাটিংয়ের ঢঙেই-আত্মবিশ্বাসী।

চাপের মুহূর্তে দলের জন্য নিজেকে নিংড়ে দেওয়ার ব্যাখ্যা দিলেন মুশফিক এভাবে, ‘যেভাবে অনুশীলন করি এবং প্রস্তুতি নিই, তা খুবই গুরুত্বপূর্ণ। এটা আমাকে আত্মবিশ্বাস জোগায়। বেশির ভাগ সময়েই সঠিক সিদ্ধান্ত নেই।’

মোহাম্মদ মিঠুনকে সঙ্গে নিয়ে চাপের মুহূর্তে দারুণ এক জুটিতে দলের বিপদ কাটিয়েছেন মুশফিক। সেই জুটি প্রসঙ্গে মুশফিক বলেন, নিজের ওপর বিশ্বাস রেখেছিলাম এবং মিঠুনও দারুণ ব্যাটিং করেছে। দ্রুত উইকেট পড়ায় তাকে বলেছিলাম, আমাদের উইকেটে জমে যেতে হবে।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি