ঢাকা, শনিবার   ০৪ জানুয়ারি ২০২৫

চাপের মুখে মেটাল ডিটেক্টর সরাচ্ছে ইসরায়েল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২১, ২৫ জুলাই ২০১৭ | আপডেট: ১৪:৫৭, ২৫ জুলাই ২০১৭

ফাইল ছবি

ফাইল ছবি

ফিলিস্তিনিদের বিক্ষোভ ও বৈশ্বিক চাপের মুখে ইসরায়েলের দখল করা পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে স্থাপিত মেটাল ডিটেক্টর সরিয়ে নিচ্ছে ইসরায়েল।

ফিলিস্তিনিদের প্রতি আগের কঠোর অবস্থানও সিথিল করবে তারা। তবে এর  পরিবর্তে নজরদারি ক্যামেরা বসানো হচ্ছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নিরাপত্তা পরিষদ মঙ্গলবার সকালে এই সিদ্ধান্ত নেয়।

পূর্ব জেরুজালেমের পবিত্র এই স্থানটি মুসলিমদের কাছে হারাম আল শরিফ এবং ইহুদিদের কাছে টেম্পল মাউন্ট নামে পরিচিত। সেখানে ঢোকার মূল পথে দুজন পুলিশ কর্মকর্তার মৃত্যুকে ঘিরে ইসরায়েল মেটাল ডিটেক্টর বসায়।

এই সিদ্ধান্ত ক্ষুব্ধ করে ফিলিস্তিনিদের, ক্ষোভ ছড়িয়ে পড়ে পশ্চিমতীর পর্যন্ত। আন্দোলনে নামে ফিলিস্তিনিরা। তাদের সমর্থন জানায় সুদান, জর্ডান, ইন্দোনেশিয়ার মতো বহু দেশের মুসলিমরা। এই পটভূমিতে ইসরায়েল এমন সিদ্ধান্ত নিলো।

নেতানিয়াহুর দফতর থেকে জানানো হয়, তারা মেটাল ডিটেক্টর সরানোর প্রস্তাব মেনে নিয়েছেন। ডিটেক্টরসহ অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা শিথিল করা হবে।

এর কয়েক ঘণ্টা আগে জাতিসংঘের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত, নিকোলাই ম্লাদেসনভ সতর্ক করে দিয়ে বলেন, জেরুজালেমের পবিত্র ধর্মীয় স্থান নিয়ে দ্বন্দ্ব শিথিল না হলে তা এই প্রাচীন শহর ছাড়িয়ে আরো ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে পারে। তিনি বলেন, ‘কারোই ভুল করে ভাবা উচিত হবে না যে, এটি শুধুমাত্র একটি স্থানীয় সমস্যা। এর প্রভাব পড়ছে সারাবিশ্বের কোটি-কোটি মানুষের ওপর। সূত্র: বিবিসি।

 

//আর//এআর

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি