ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

চামড়া বাজারে অস্থিরতা (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৩, ১৩ আগস্ট ২০১৯ | আপডেট: ১২:১২, ১৩ আগস্ট ২০১৯

রাজধানীতে অস্থির কোরবানির পশুর চামড়ার বাজার। মৌসুমি ব্যবসায়ীদের অভিযোগ ন্যায্য দাম পাচ্ছেননা। তবে অভিযোগ মানতে নারাজ ব্যাবসায়ী সমিতির নেতারা।

এ বছর কোরবানীর পশুর কাঁচা চামড়ার দাম রাজধানীতে প্রতি বর্গফুট ৪৫ থেকে ৫০ টাকা এবং সারাদেশে ৩৫ থেকে ৪০ টাকা নির্ধারণ করে দিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়।

কিন্তু মৌসুমী ব্যবসায়ীরা বলছে, দাম পাচ্ছেন না তারা। তবে এরজন্য মৌসুমী ব্যাবসায়ীদের অনভিজ্ঞতা দায়ী করছেন ক্রেতারা।

অন্যন্য বছরগুলোর তুলনায় এবার চামড়া কিনতে বিপর্জয়ের মধ্যে পড়ার কথা জানালেন  ট্যানার্স এ্যাসোসিয়েশনের নেতারা।

চামড়া ব্যাবসার প্রকৃত সমস্যা চিহ্নিত করা আহ্বান জানিয়েছেন ব্যাবসায়ী নেতারা।
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি