ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

চারটি প্রতিষ্ঠানকে ডিম আমদানির অনুমতি দিলো সরকার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৫, ১৮ সেপ্টেম্বর ২০২৩

বেঁধে দেয়া দামে বিক্রি হচ্ছে না। তাই এবার দামে লাগাম টানতে চারটি প্রতিষ্ঠানকে ডিম আমদানির অনুমতি দিলো সরকার।

বাজারে সরবরাহ বাড়াতে প্রাথমিকভাবে চার কোটি ডিম আমদানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। প্রতিষ্ঠানগুলোকে ঋণপত্র খুলে দ্রুত সময়ে বাজারে ডিমের সরবরাহ বাড়ানোর তাগিদ দেয়া হয়েছে। সচিবালয়ে এসব সিদ্ধান্তের কথা জানান, বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ। 

খুচরা পর্যায়ে প্রতিটি ডিমের দাম সর্বোচ্চ ১২টা নির্ধারণ করে দিয়েছে সরকার। তবে বাজারে বিক্রি হচ্ছে আরও বেশি দামে। 

এমন বাস্তবতায়, বাজার স্থিতিশীল করতে একদিনের চাহিদার সমান, চার কোটি ডিম আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। বাজারে সরবরাহ ও মূল্য পরিস্থিতির ওপর নির্ভর করবে, পরবর্তিতে আরও আমদানি হবে কি-না।  

ডিমের দাম যেহেতু বেধে দেয়া আছে, কাজেই এর বেশি দামে বিক্রি করতে পারবেন না বিক্রেতারা। চারটি প্রতিষ্ঠানের ১টি ভারত থেকে ডিম আমদানি করবে, অন্যরা ঠিক কোন দেশ থেকে আনবে এটা তাদের নিজস্ব ব্যাপার। সচিবালয়ে গণমাধ্যমকে এসব সিদ্ধান্তে বথা জানান, বাণিজ্য সচিব।  

এভিয়েন ইনফ্লুয়েঞ্জা বা বার্ডফ্লুমুক্ত দেশ থেকে ডিম আমদানি করতে হবে। আমদানি করা ডিম যে ভাইরাস ও ক্ষতিকর ব্যকটেরিয়ামুক্ত, তারও সনদ দাখিল করতে হবে আমদানিকারককে। এই সনদ দেবে রপ্তানিকারক দেশের ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষ।  

বাণিজ্য সচিব স্পষ্ট না করলেও খবর বেড়িয়েছে, মীম এন্টারপ্রাইজ, প্রাইম এনার্জি ইম্টোর্টাস অ্যান্ড সাপ্লাইয়াস, টাইগার ট্রেডিং ও অর্ণব ট্রের্ডি লিমেটেড নামে চারটি প্রতিষ্ঠান ডিম আমদানির অনুমতি পেয়েছে। 

এসবি/ 
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি