ঢাকা, মঙ্গলবার   ০৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চারুশিল্পী কালিদাস কর্মকারের প্রয়াণে স্মরণসভা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৪৪, ২৯ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নন্দিত চারুশিল্পী কালিদাস কর্মকারের প্রয়াণে স্মরণসভা আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। মঙ্গলবার (২৯ অক্টোবর) একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে আয়োজিত স্মরণ সভায় উপস্থিত ছিলেন সংস্কৃতিকৃজন রামেন্দু মজুমদার, বরেণ্য চিত্রশিল্পী হাসেম খান, শিল্প সমালোচক মঈনদ্দিন খালিদ, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীসহ আরো অনেকেই।

এদিকে চারুশিল্পী কালিদাস কর্মকারের কাজের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ শিল্পকলা একাডেমি পদক, এস এম সুলতান স্বর্ণ পদক এবং একুশে পদক প্রদান করা হয়েছে। এছাড়াও তিনি দেশী ও বিদেশী অনেক সম্মানে ভূষিত হয়েছেন। শিল্পী তার কাজের মাধ্যমে আমাদের সকলের মাঝে স্মরনীয় হয়ে থাকবেন বলে বলেছেন স্মরণসভায় আগত তার সুভানুধ্যায়ী ও শিল্পীরা। 

এর আগে গত ১৮ অক্টোবর বিশিষ্ট এই চারুশিল্পী পরলোক গমন করেন। ২১ অক্টোবর সকাল ১১টায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানাতে তার মরদেহ কেন্দ্রীয় শহিদ মিনারে আনা হয়। বিভিন্ন সংগঠন, প্রতিষ্ঠান ও ব্যক্তিপর্যায়ে মানুষ শ্রদ্ধা নিবেদন করেন।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি