ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চার বছর ধরে ঠিকমতো পানি পাচ্ছেন না সিদ্ধেশ্বরী এলাকাবাসী

প্রকাশিত : ০৯:১৪, ১৭ মার্চ ২০১৬ | আপডেট: ১৩:৫৬, ১৭ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

গেল চার বছর ধরে ঠিকমতো পানি পাচ্ছেন না রাজধানীর সিদ্ধেশ্বরীর বেশ কিছু এলাকার মানুষ। নতুন পাম্প বসানো হলেও তা চালু না হওয়ায় সমস্যা আরও প্রকট হয়েছে। ওয়াসার গাড়িবাহিত পানিই এখন শেষ ভরসা অনেক বাসা-বাড়ির। এদিকে গরমের শুরুতেই পানি সমস্যায় ভুগছেন পুরণো ঢাকাসহ রাজধানীর আরও কিছু মহল্লার মানুষ। সিদ্ধেশ্বরীর খন্দকার গলিসহ আশপাশের মানুষের পানি সমস্যা অনেকদিনের। পানির ভাগাভাগি নিয়ে তাই রেশারেশি, গন্ডগোল মাঝেমধ্যেই। ওয়াসার গাড়িবাহিত পানি বাসা পর্যন্ত আনতে নিজেস্ব পাইপের ব্যবস্থাও করেছেন মহল্লাবাসী। কেউ আবার বাড়ির উঠোন কিংবা ফাঁকা জায়গায় বসিয়েছে রিজার্ভার ট্যাংকি। এসব কারণে জীবনের রুটিনও বদলে গেছে তাদের। সমস্যা দূর করতে বেশ কিছুদিন আগে পাম্প বসিয়েছে ঢাকা ওয়াসা। কিন্তু নানান ঝামেলার কারণে তা কোন সুফল বয়ে আনেনি। পার্শ্ববর্তী পাম্পে তাই পানির জন্য ভিঁড় লেগে থাকে সারাক্ষণ। এদিকে নাজিমউদ্দিন রোড, চাঁনখারপুল, দয়াগঞ্জ, কদমতলী, উত্তরা ১১ নম্বর সেক্টর, ক্রিসেন্ট রোডসহ রাজধানীর আরও কিছু এলাকায় দেখা দিয়েছে পানি সমস্যা। পানির এই সংকটকে পকেট সমস্যা আখ্যা দিয়ে সিদ্ধেশ্বরীর পাম্প চালুর আশ্বাস দিয়েছে ওয়াসা কর্তৃপক্ষ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি