ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

চালক হত্যার প্রতিবাদে টাঙ্গাইলে বাস ধর্মঘট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৬, ২৬ ফেব্রুয়ারি ২০১৮

টাঙ্গাইল জেলার মহাসড়কে বাসে ডাকাতির ঘটনায় চালক নিহতের জেরে আজ সোমবার সারা টাঙ্গাইল জেলায় বাস ধর্মঘট আহবান করেছে বাস মালিক ও শ্রমিকরা।  

বাস মালিক ও শ্রমিকরা জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ডাকাতের হাতে বাস চালক নিহত, ডাকাতি বন্ধ, গোড়াই হাইওয়ে পুলিশের সকল কর্মকর্তাকে অবিলম্বে প্রত্যাহার, সড়ক ও মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধ, রাস্তায় গাড়ি চুরি, যাত্রীদের নিরাপত্তা ও চালক হত্যার আসামিদের দ্রুত বিচারের দাবিতে সোমবার সারা টাঙ্গাইল জেলায় ১২ ঘন্টা বাস ধর্মঘট আহবান করে টাঙ্গাইল জেলা বাস-কোচ-মিনিবাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন।

গত ১২ ফেব্রুয়ারি রাতে ঢাকার মহাখালী বাস টার্মিনাল থেকে ধলেশ্বরী পরিবহণের যাত্রীবাহী বাসে যাত্রী সেজে ডাকাতরা চালককে ছুরিকাঘাত করে বাসের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। পরে বাসটি ঘুরিয়ে তারা আশুলিয়া এলাকায় নিয়ে যায়। ডাকাতরা বাসের যাত্রীদের সর্বস্ব লুট করে নেয়। এ সময় বাসের চালক শাজাহান মিয়া মারা যায়।

নিহতের ঘটনায় তার ভাই মজিবর রহমান বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা করেন।

এসি/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি