ঢাকা, বৃহস্পতিবার   ১৯ সেপ্টেম্বর ২০২৪

চালু হল ডিএসই মোবাইল অ্যাপ

প্রকাশিত : ১৩:২৭, ৯ মার্চ ২০১৬ | আপডেট: ১৭:৩৪, ৯ মার্চ ২০১৬

এখন থেকে মোবাইল ফোনেও হবে শেয়ারবাজারের লেনদেন; চালু হয়েছে ডিএসই মোবাইল অ্যাপ। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এর উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সংশ্লিষ্টরা মনে করছেন, মোবাইল ফোনের লেনদেনে আবারও চাঙ্গা হয়ে উঠবে পুঁজিবাজার বাজার। হালের অর্থনৈতিক খাতের সবখানে যখন ডিজিটাল ছোঁয়া লেগেছে, তখন এর ব্যতিক্রম নয় পুঁজিবাজারও। শেয়ার বাজারে লেনদেন আরো সহজ ও নিরাপদ করতে তাইতো নতুন সফটওয়্যার ‘ডিএসই মোবাইল অ্যাপ’ আনলো ঢাকা স্টক এক্সচেঞ্জ। এই অ্যাপ মোবাইলে ইন্সটল করে সহজেই লেনদেন করতে পারবেন বিনিয়োগকারীরা। তবে এটি চালু করতে ডিলার ও ব্রোকারেজ হাউজ থেকে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর প্রতিবার অর্ডার দেয়ার ক্ষেত্রে পাসওয়ার্ড ব্যবহার করতে হবে বিনিয়োগকারীদের। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, এই অ্যাপসের ব্যবহারে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের লেনদেন প্রক্রিয়া সহজ ও নিরাপদ হবে। এদিকে, নতুন এই অ্যাপস ব্যবহারে শেয়ারবাজার আরো চাঙ্গা হবে বলে মনে করেন অর্থমন্ত্রী। এছাড়া, পুঁজিবাজারে স্থিতিশীলতা ফিরবে বলেও আশা তাঁর। আগামী কয়েক মাস কোনো চার্জ ছাড়াই বিনিয়োগকারীরা এই অ্যাপস ব্যবহার করতে পারবেন। তবে পরে এর ব্যবহারে ফি ধার্য করতে পারে ডিএসই।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি