ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

চাষী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪২, ১১ জানুয়ারি ২০২০

একুশে পদকপ্রাপ্ত চলচ্চিত্র পরিচালক চাষী নজরুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ। ২০১৫ সালের আজকের এই দিনে তিনি মারা যান।

এই গুণি নির্মাতার জন্ম হয় ১৯৪১ সালের ২৩ অক্টোবর বিক্রমপুরের শ্রীনগর থানার সমষপুর গ্রামে। তিনি ১৯৬১ সালে সৈয়দ মোহাম্মদ আওয়ালের হাত ধরে চলচ্চিত্র অঙ্গনে পা রাখেন। স্বাধীন বাংলাদেশে মুক্তিযুদ্ধের প্রথম চলচ্চিত্র ‘ওরা ১১ জন’ নির্মাণের মাধ্যমে তিনি ১৯৭২ সালে চলচ্চিত্র পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। তিনি একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য পুরস্কারে ভূষিত হন।

চাষী নজরুল ইসলাম চারবার বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি ছিলেন। এ ছাড়া তিনি অনেক সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনে নেতৃত্ব দিয়েছেন।

তার মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে সকালে সমষপুর গ্রামে তার কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ। পাশাপাশি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে রয়েছে এ গুণী চলচ্চিত্রকারকে নিয়ে আলোচনা সভাসহ নানা আয়োজন।

এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি