ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চা মিশিয়ে তৈরি হচ্ছে আইসক্রিম! 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৭, ৮ নভেম্বর ২০২২

Ekushey Television Ltd.

ফেসবুকে এক ফুড ব্লগারের পেজে ভাইরাল হয়েছে এই ভিডিও। সেখানে দেখা গিয়েছে, দুধ-চা এর সঙ্গে নতুন করে দুধ এবং চকোলেট মিশিয়ে তৈরি করা হয়েছে এই আইসক্রিম।

সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝে অদ্ভুত সব খাবার তৈরির ভিডিও ভাইরাল হয়, যা দেখে চমকে ওঠেন খাদ্যরসিকরা। নেটিজেনদের মহলে শুরু হয়ে যায় জোরদার সমালোচনা।

কয়েকমাস আগে এভাবে ভাইরাল হয়েছিল বিভিন্ন ধরনের ম্যাগি তৈরির ভিডিও। কোথাও চকোলেট মিশিয়ে তৈরি করা হয়েছিল ম্যাগি। কোথাও বা ক্যান্ডি ফ্লস অর্থাৎ কটন ক্যান্ডি যাকে বাংলায় বলে মিষ্টি তুলো তা দিয়েও তৈরি হয়েছিল ম্যাগি।

এছাড়াও ম্যাগির মিল্কশেক থেকে শুরু করে আরও কত কী না ভাইরাল হয়েছিল নেট দুনিয়ায়। এসব ভিডিও দেখে মোটেই খুশি হননি নেটিজেনরা।

এবার সেই তালিকায় যুক্ত হয়েছে আরও একটি নতুন নাম। আইসক্রিমের সঙ্গে চা মিশিয়ে তৈরি হয়েছে এক অদ্ভুত পদ। দুই প্রিয় খাবার নিয়ে এমন ছেলেখেলা মোটেই ভাল চোখে দেখছেন না নেটিজেনরা। 

ফেসবুকে এক ফুড ব্লগারের পেজে ভাইরাল হয়েছে এই ভিডিও। সেখানে দেখা গিয়েছে, দুধ-চা এর সঙ্গে নতুন করে দুধ এবং চকোলেট মিশিয়ে তৈরি করা হয়েছে এই আইসক্রিম। আজকাল রোল আইসক্রিম খাওয়ার চল হয়েছে। সেই ধরনের আইসক্রিমই তৈরি হয়েছে এখানে। জানা গিয়েছে, চা মিশিয়ে আইসক্রিম রোল তৈরি করে নাকি দারুণ বিখ্যাত হয়ে গিয়েছেন বিক্রেতা। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে ভাইরালও হয়েছে এই ভিডিও। তবে বেশিরভাগ নেটিজেনেরই এই ভিডিও একেবারেই পছন্দ হয়নি। তবে এই ভিডিওর ভিউ, কমেন্ট এবং লাইকের সংখ্যা ক্রমশ বাড়ছে। 

সূত্র: এবিপি আনন্দ

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি