ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

চিংড়ি রপ্তানিতে সম্ভাবনা, আসতে পারে বিলিয়ন ডলার (ভিডিও)

খুরশীদ আলম মুকুল

প্রকাশিত : ১৪:০৩, ১০ নভেম্বর ২০২২ | আপডেট: ২১:৫০, ১০ নভেম্বর ২০২২

চিংড়ি রপ্তানিতে আসতে পারে বিলিয়ন ডলার। তবে জলবায়ু পরিবর্তনসহ নানা প্রাকৃতিক দুর্যোগ ঝুঁকিতে ফেলেছে খাতটিকে। কমছে নদ-নদীর নাব্যতা। জোয়ারের স্বাভাবিক গতি পরিবর্তনের সাথে বাড়ছে পানির লবণাক্ততা। আবার রোগবালাই ও পানির উষ্ণতা বাড়ায় মরছে চিংড়ি। তবুও গত অর্থবছরে চিংড়ি রপ্তানি বাড়ে ২৪ শতাংশ। 

দেশের মোট উৎপাদিত চিংড়ির বেশীরভাগই হয় খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরায়। ৬০-এর দশকে চিংড়ি চাষ শুরু হলেও, ৮০ দশক এটি হয়ে উঠে অন্যতম রপ্তানি-পণ্য।  

জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাবে সাম্প্রতিক সময়ে ঝুঁকিতে পড়ছে চিংড়ি শিল্প। বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত লবণাক্ততা, খড়া ও অনাবৃষ্টির কারণে চিংড়ির পোনা নষ্ট হয়ে যাচ্ছে। এমন বাস্তবতায় বৈজ্ঞানিক পদ্ধতিতে চিংড়ি চাষের পরামর্শ তাদের। 

এদিকে প্রকৃতি থেকে খাদ্য তৈরী না হওয়ায় কৃত্রিম খাবারের উপড় নির্ভর করতে হচ্ছে চিংড়ি চাষীদের। মাঝে মধ্যে ভাইরাসের দাপটেও নাজেহাল হচ্ছেন তারা। পাওয়া যাচ্ছে না কাঙ্খিত উৎপাদন। 

রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য বলছে, ২০২১-২২ অর্থবছরে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ২৪ শতাংশ বেশি চিংড়ি রপ্তানি হয়েছে। এ সময়ে চিংড়ি রপ্তানি থেকে আয় হয় ৪০ কোটি ৭২ লাখ ৫০ হাজার মার্কিন ডলারের চিংড়ি।

তবে জলবায়ু পরিবর্তনসহ প্রাকৃতিক দুর্যোগের নেতিবাচক প্রভাব না পড়লে চিংড়ি রপ্তানির মাধ্যমে বিলিয়ন ডলার আয় করা সম্ভব, বলছেন বিশ্লেষকরা। 

এসবি//এমএম//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি