চিকিৎসককে ধর্ষণ-হত্যার ঘটনায় ভারতজুড়ে ধমর্ঘট
প্রকাশিত : ১০:৪০, ১৭ আগস্ট ২০২৪ | আপডেট: ১০:৪২, ১৭ আগস্ট ২০২৪

কলকাতার আর জি কর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ ও হত্যার ঘটনার প্রতিবাদে ভারতজুড়ে আজ ধমর্ঘট পালন করছে দেশটির চিকিৎসকদের সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন।
আইএমএর প্রেসিডেন্ট আর ভি অশোকান জানিয়েছেন, শনিবার সকাল থেকে ভারতজুড়ে ২৪ ঘণ্টার কর্মবিরতি পালন করছেন চিকিৎসকেরা। এ সময় জরুরি বিভাগ ছাড়া সব ধরনের চিকিৎসাসেবা বন্ধ থাকছে।
গত শুক্রবার উত্তর কলকাতার আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালের সভাকক্ষে এক নারী চিকিৎসকের মরদেহ পাওয়া যায়। ময়নাতদন্তের প্রতিবেদন বলছে, ওই নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।
এ ঘটনায় কলকাতার পাশাপাশি সারা ভারতে বিক্ষোভে ফুসে উঠেন চিকিৎসকদের পাশাপাশি কবি-সাহিত্যিকসহ সংস্কৃতিকর্মীরা।
এএইচ
আরও পড়ুন