ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

চিকিৎসক নিয়োগ দিতে ৩৯তম বিশেষ বিসিএস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৯, ৩ অক্টোবর ২০১৭ | আপডেট: ১৭:২৫, ৩ অক্টোবর ২০১৭

৩৯তম ‘বিশেষ বিসিএস’-এর মাধ্যমে প্রায় পাঁচ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়ার কাজ চলছে বলে জানিয়েছেন পাবলিক সার্ভিস কমিশন (পিএসসির) চেয়ারম্যান ড. সাদিক।

মঙ্গলবার পিএসসির চেয়ারম্যান ইটিভি অনলাইনকে বলেন, ‘৩৯তম বিশেষ বিসিএসের মাধ্যমে প্রায় পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের জন্য আমরা কাজ করছি। বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়ে শিগগিরই বিস্তারিত জানানো হবে।’

স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ৩৯তম বিসিএসে ৪ হাজার ৫৪২ জন সহকারী সার্জন আর ২৫০ জন সহকারী ডেন্টাল সার্জেন্ট নেওয়া হবে। সব মিলে প্রায় ৫ হাজার চিকিৎসক নেওয়া হবে এই বিসিএসে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।


পিএসসির চেয়ারম্যান আরও বলেন, ‘৩৬তম বিসিএসের নন–ক্যাডারে নিয়োগের জন্য শূন্যপদের চাহিদা চেয়ে সব মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। আশা করছি সবার কাছ থেকে ইতিবাচক ফল পাব। এর আগে ৩৫তম বিসিএসে নন–ক্যাডার থেকে অপেক্ষমাণ প্রায় সবাই চাকরি পেয়েছেন।’

 

 টিকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি