ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

চিঠি খুলে হাসপাতালে ট্রাম্পের পুত্রবধূ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৮, ১৩ ফেব্রুয়ারি ২০১৮

পাউডার লাগানো চিঠি খুলে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পর পুত্রবধূ ভেনেসা ট্রাম্পকে৷ ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলের ম্যানহাটনের বাড়িতে আসা এই চিঠিতে সন্দেহজনক কিছু ছিল বলে পুলিশের ধারণা৷ তবে এই ঘটনায় ভেনেসার কোনো ক্ষতি না হলেও ওই চিঠি নিয়ে তদন্ত শুরু হয়ে গেছে৷

জানা গেছে, ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের ম্যানহাটনের বাড়ির ঠিকানাতে এই চিঠি আসে। আর এটি খোলেন তাঁর স্ত্রী ভেনেসা ট্রাম্প৷ এতে সাদা পাওডার লেগে ছিল৷ এই তথ্য জানার পরই ভেনেসা এবং তাঁর সঙ্গে আরও ২ জনকে নিরাপত্তার খাতিরেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷

তবে পরীক্ষার পরে জানা যায় ওই পাওডার ক্ষতিকারক কিছু নয়৷ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সারা স্যান্ডার্স জানিয়েছেন, সোমবার প্রেসিডেন্ট তাঁর পুত্রবধূর সঙ্গে কথা বলেছেন৷

এই ঘটনার পর ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ট্যুইট করে জানান, সকালের ওই ঘটনার পর ভেনেসা এবং তাঁদের সন্তানেরা সুরক্ষিত রয়েছেন৷

অন্যদিকে ট্রাম্প কন্যা ইভাঙ্কা ট্যুইট করেন, কাওকে এভাবে ভয় দেখানো উচিত নয়৷ সে সময় ভেনেসার সঙ্গে তিনি থাকতে পারলে ভালো হত বলেও জানান তিনি৷

সূত্র: কলকাতা ২৪x৭

একে// এআর

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি