ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চিত্রনায়িকা মাহীকে কারাগারে প্রেরণ (ভিডিও)

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৪:২৬, ১৮ মার্চ ২০২৩ | আপডেট: ১৫:০১, ১৮ মার্চ ২০২৩

Ekushey Television Ltd.

পুলিশের দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় চিত্রনায়িকা মাহিয়া মাহিকে কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার দুপুর পৌনে বারোটার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে গাজীপুর মহানগর পুলিশ। 

পরে তাকে ৭ দিনের রিমান্ড চেয়ে দুপুর ১টা ২০ মিনিটে তাকে গাজীপুর মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। আদালতের বিচারক ইকবাল হোসেন শুনানি শেষে মাহিয়া মাহিকে গাজীপুর জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে চিত্রনায়িকা মাহিয়া মাহির গ্রেপ্তার ও প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত তথ্য জানান পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম।

তিনি বলেন, চিত্রনায়িকা মাহিয়া মাহী জমি সংক্রান্ত ঘটনায় পুলিশ বিভাগ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ব্যাপারে ফেইসবুক লাইভে মিথ্যা মন্তব্য করেছেন। তিনি প্রতিপক্ষের ব্যাপারেও বিরূপ মন্তব্য করেছেন। এভাবে একটি প্রতিষ্ঠানের ব্যাপারে তিনি মন্তব্য করার অধিকার রাখেন না। তার বিরুদ্ধে পুলিশ ডিজিটাল নিরাপত্তা আইনে এবং প্রতিপক্ষের লোকজন জমি সংক্রান্ত ঘটনায় অইনশৃঙ্খলা অবনতি সংক্রান্ত একটি মামলা করেছেন। 

তিনি আরও বলেন, এর আগে শুক্রবার রাতে মাহিয়া মাহীর প্রতিপক্ষের দেওয়া মামলায় অভিযুক্ত  ৯ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে পুলিশের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন ও আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির লক্ষ্য কুরুচিপূর্ণ ও মানহানিকর তথ্য দেয়ার অভিযোগে বাসন থানায় উপ-পরিদর্শক রোকন মিয়া বাদী হয়ে মাহিয়া মাহি ও তার স্বামী আওয়ামী লীগ নেতা রকিব সরকারের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা দায়ের করেন। 

এছাড়া স্থানীয় ইসমাইল হোসেন বাদি হয়ে অপর একটি মামলা দায়ের করেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি