ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরীর মৃত্যুবার্ষিকী আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩২, ৩০ নভেম্বর ২০১৮ | আপডেট: ১০:২৭, ৩০ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরীর চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ। ২০১৪ সালের আজকের এই দিনে রাজধানীর আর্মি স্টেডিয়ামে বেঙ্গল ফাউন্ডেশন আয়োজিত উচ্চাঙ্গসঙ্গীত উৎসবে বক্তৃতার পর মঞ্চেই হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।
কাইয়ুম চৌধুরীর জন্ম ১৯৩২ সালের ৯ মার্চ ফেনীর এক সম্ভান্ত পরিবারে। ছয় দশকের বেশি সময়ে একাগ্র শিল্পচর্চায় দেশের চারুকলার জগৎ সমৃদ্ধ করে গেছেন কাইয়ুম চৌধুরী। নিরন্তর নিষ্ঠা আর সাধনায় অনুপ্রাণিত করেছেন বহু শিক্ষার্থী ও শিল্পীকে। ষাটের দশক  থেকে দেশের প্রতিটি আন্দোলন-সংগ্রামে তার অবিনাশী চিত্রকর্ম প্রেরণার অন্তহীন উৎস হিসেবে কাজ করেছে। স্কুলজীবন থেকেই আঁকাআঁকির প্রতি কাইয়ুম চৌধুরীর আগ্রহ ছিল প্রবল। স্কুল সার্টিফিকেট পরীক্ষা শেষ করেই শিল্পাচার্য জয়নুল আবেদিন প্রতিষ্ঠিত ঢাকার আর্টস ইনস্টিটিউটে ভর্তি হন ১৯৪৯ সালে।

তিনি ১৯৫৪ সালে কৃতিত্বের সঙ্গে শিক্ষাজীবন শেষ করে নিমগ্ন হন শিল্পচর্চায়। শিল্পকর্মে অসামান্য অবদানের জন্য ‘একুশে পদক’, ‘শিল্পকলা একাডেমি পুরস্কার’, ‘সুফিয়া কামাল পদক’ সহ নানা পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি।
এসএ/



Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি