ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

চিন্ময়ের জামিন শুনানি এগিয়ে আনাসহ ৩ আবেদন নামঞ্জুর

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত : ১৬:১০, ১১ ডিসেম্বর ২০২৪

বাংলাদেশ সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর জামিন শুনানি এগিয়ে আনাসহ তিন আবেদন নামঞ্জুর করেছেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক সাইফুল ইসলাম।

আজ বুধবার ঢাকা থেকে আসা সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট রবিন্দ্র ঘোষ এই আবেদন করেন। 
কিন্তু চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর ওকালতনামা না থাকায় শুনানী শেষে আদালত সব আবেদন না মঞ্জুর করেন। 

আদালতে সরকার পক্ষ্যে আদালতে শুনানিতে অংশ সহকারী পিপি এডভোকেট রায়হানুল ওয়াজেদ চৌধুরী।

আদালত সংশ্লিষ্টরা জানান, চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর আইনজীবী ২ জানুয়ারি ২০২৫ অনুষ্ঠিতব্য জামিনের শুনানি এগিয়ে আনা, নথি উপস্থাপন এবং কারাগারে আটক অন্য আসামিদের পক্ষে মামলা পরিচালনার আবেদন করেন।

গত ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত ভবনে চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর জামিন না মঞ্জুর করে সিএমএম আদালত। কারাগারে নেয়ার পথে পুলিশের গাড়িকে চিন্ময় বাধা দিলে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য সাইফুল ইসলাম আলিফকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে।

চট্টগ্রামের নিউমার্কেট মোড়ে জাতীয় পতাকার উপরে ইসকনের পতাকা উত্তোলনের অভিযোগে গত ৩১ অক্টোবর নগরের চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ খান বাদী হয়ে কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করেন। 

ওই মামলায় গত ২৫ নভেম্বর চট্টগ্রাম ফেরার পথে শাহজালাল আর্ন্তজাতিক বিমান বন্দরে চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীকে গ্রেফতার করা হয়।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি