ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চিন্ময়ের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, তদন্তের নির্দেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৪, ৮ ডিসেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

সনাতনী মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত, প্রাণনাশের চেষ্টা ও বিস্ফোরক আইনে’ চট্টগ্রাম আদালতে মামলার আবেদনের পর বিচারক তা তদন্তের নির্দেশ দিয়েছে।

রোববার (৮ ডিসেম্বর) চট্টগ্রাম মহানগর হাকিম আবু বক্কর সিদ্দিকের আদালতে মামলার আবেদনটি করেন এনামুল হক নামে একজন ব্যবসায়ী।

আবেদনকারীর আইনজীবী ইরফানুল হক জানান, আদালত চট্টগ্রামের কোতয়ালী থানার ওসিকে ঘটনা তদন্ত করে প্রতিবেদন জমা দিতে আদেশও দিয়েছে।

মামলার আবেদনে, গত ২৫ নভেম্বর গ্রেপ্তারের পর থেকে বন্দি চিন্ময়সহ ১৬৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫০০ জনকে আসামি করা হয়।

এতে বলা আরও হয়, গত ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণ এলাকায় জেলা রেজিস্টার কার্যালয়ে মামলার বাদী এনামুল হক জমি রেজিস্ট্রি করার জন্য আসার পর চিন্ময়ের অনুসারীরা তাকে মারধর করে। মারধরে তার শরীরের বিভিন্ন অংশে জখম ছাড়াও হাত ভেঙে যায় বলেও বাদী উল্লেখ করেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেওয়ায় এতদিন মামলা করতে পারেননি বলেও উল্লেখ করা হয় আবেদনে।

এর আগে রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময়ের জামিন আবেদন নাকচ করার পর গত ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সনাতনী সম্প্রদায়ের বিক্ষোভ-সংঘর্ষে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম নিহত হন।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি