ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চিরকুট লিখে চবি ছাত্রীর আত্মহত্যা

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫৩, ১ নভেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে থাকা অবস্থায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। 

শুক্রবার ভোর ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ ক্যাম্পাসের একটি বাসায় এ ঘটনা ঘটে।  

তাজরিয়ান আহমেদ সোয়ারা নামের ওই ছাত্রী চবির অর্থনীতি বিভাগে ২য় বর্ষের শিক্ষার্থী। তার বাসায় ‘আই অ্যাম সরি, আই ফেইল্ড অ্যাজ আ হিউম্যান’ লেখা একটি চিরকুট পাওয়া গেছে।

চবি’র সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন জানান, বাসায় গিয়ে দেখি মেয়েটি সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আছে।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে মেয়েটি আত্মহত্যা করে থাকতে পারে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি