চিরকুট লিখে মেয়েসহ প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা
প্রকাশিত : ১১:৪৪, ৯ মে ২০২৪
ঢাকার দোহারে মা ও মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। সৌদি প্রবাসী সিরাজ শেখের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। মরদেহের পাশে পড়েছিল চিরকুট।
বুধবার বিকালে উপজেলার বিলাসপুর ইউনিয়নের দেবীনগর এলাকা নিজে বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা ওই গ্রামের সৌদি প্রবাসী সিরাজ শেখের স্ত্রী কাজল (২৯) ও তার দেড় বছরের মেয়ে তাবাসসুম।
নিহতের শাশুড়ি আসমা জানান, বুধবার বিকালে কাজলের ঘরের দরজা বন্ধ থাকায় তাকে ডাকাডাকি করলেও তিনি সাড়া না দেওয়ায় প্রতিবেশিদের ডাকা হয়। পরে সকলের সহযোগিতায় দরজা ভেঙে ফ্যানের ঝুলন্ত কাজলের এবং খাট থেকে তার মেয়ের নিথর দেহ উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, আমাদের পারিবারিক কোন দ্বন্দ্ব ছিল না, তবে সকালে কাজলের মন খারাপ ছিল।
খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় দোহার থানা পুলিশ।
এসময় সেখান থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়। চিরকুটে লেখা ছিল, ‘সবার কাছে একটি অনুরোধ আমার লাশটি পোস্টমর্টেমে দিয়েন না আর আমার স্বামীরে দেখাইয়েন না। যদি দেখান তাহলে আমি মরেও শান্তি পাবো না। সবার কাছে আমি ক্ষমা চাইতেছি। যদি কোনো ভুল করে থাকি তাহলে আমাকে মাপ করে দিবেন। মা আমার খাদিজাকে দেখে রেখ আর তোমার কাছে রেখ....। আমার বাবা বাড়িতে যেন আমার দাফন-কাফন করা হয়।’
তবে স্থানীয়দের ধারণা স্বামীর সাথে রাগ করে মেয়েকে মেরে নিজে আত্মহত্যা করেছেন কাজল। তবে তদন্ত করে এ ঘটনার রহস্য উদঘাটনের দাবি জানান তারা।
এ ব্যাপারে দোহার সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুল আলম বলেন, লাশ দুটি উদ্ধার করা হয়েছে। সেইসঙ্গে একটি চিরকুট পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এএইচ
আরও পড়ুন