ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

চীনকে মোকাবেলায় যুক্তরাষ্ট্র ও ফিলিপিন্সের যৌথ রূপরেখা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:০২, ১০ মে ২০২৩

দক্ষিণ চীন সাগর ও তাইওয়ান প্রণালীতে যৌথভাবে চীনের কার্যক্রম মোকাবেলায় মূলনীতি তৈরি করেছে যুক্তরাষ্ট্র ও ফিলিপিন্স। দেশ দুটি নিজেদের মধ্যে সময়োপযোগী গোয়েন্দা কার্যক্রমের তথ্য লেনদেনের একটি রূপরেখা তৈরি করেছে বলে সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে।

মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন ওয়াশিংটনে ফিলিপিন্সের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়ারের সঙ্গে সাক্ষাত করেছেন। এরপরই বুধবার মার্কিন-ফিলিপাইন প্রতিরক্ষা সহযোগিতার বিষয়ে নির্দেশিকা প্রকাশ করেছে পেন্টাগন।

চীনের সঙ্গে উত্তেজনার মধ্যে দ্বিপাক্ষিক নিরাপত্তা সম্পর্ক জোরদার করতে চারদিনের সফরে যুক্তরাষ্ট্রে রয়েছেন ফিলিপিন্সের প্রেসিডেন্ট। তার বৈঠকের কার্যপত্র অনুসারে, যুক্তরাষ্ট্র ও ফিলিপাইনের শান্তি ও নিরাপত্তার জন্য ‘প্রধান হুমকি ও চ্যালেঞ্জের তথ্য আদান-প্রদান’ সম্প্রসারণ করবে ওয়াশিংটন ও ম্যানিলা।

প্রত্যাশিত বা জরুরি সঙ্কট কিংবা আকস্মিক পরিস্থিতিতে উভয়ের পদক্ষেপ সমন্বয়ের ক্ষেত্রে ব্যবস্থা নিতে সম্পূর্ণ সরকারি প্রক্রিয়া অন্তর্ভূক্ত থাকবে। নথি বলছে, এই লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ফিলিপাইন উভয়ই ‘নমনীয়, সময়োপযোগী,  কার্যকর’ দ্বিপাক্ষিক পদক্ষেপকে সমর্থন করবে।

তারা ‘প্রধান আঞ্চলিক নিরাপত্তা উদ্বেগ’এর ওপর ফোকাস করার পাশাপাশি ‘আঞ্চলিক এবং বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় জোটের কাঠামোর মধ্যে একটি সাধারণ বোঝাপড়া বৃদ্ধি করবে। দক্ষিণ চীন সাগরের বিতর্কিত জলসীমায় ফিলিপাইনের মাছ ধরার জাহাজের প্রতি চীনের ‘আক্রমণাত্মক কৌশল’ এর কথা উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করে চলেছে ম্যানিলা। অথচ বেইজিং সেখানে ঐতিহাসিক সার্বভৌমত্বের অধিকার দাবি করছে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি