ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

চীনা কমিউনিস্ট পার্টির সম্মেলন শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫১, ১৮ অক্টোবর ২০১৭

চীনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক অনুষ্ঠান, কমিউনিস্ট পার্টির কংগ্রেস, রাজধানী বেইজিংয়ে শুরু হয়েছে। এ অনুষ্ঠানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা নেয়া হয়েছে। এটি দেশটির সবচেয়ে বড় রাজনৈতিক সমাবেশ। দলের নেতা এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং রাজধানী বেইজিংয়ে বুধবার দুই হাজারেরও বেশি প্রতিনিধির সামনে বক্তব্য রাখার মাধ্যমে এই সম্মেলন শুরু হয়।

চীনা কমিউনিস্ট পার্টির সবচেয়ে গুরুত্বপূর্ণ এই অনুষ্ঠানকে কেন্দ্র করে বর্ণিল সাজে সেজেছে রাজধানী বেইজিং। দলীয় সমর্থক ও সাধারণ মানুষ উৎসবের আমেজে মেতে উঠেছে। নান্দনিকভাবে সাজানো হয়েছে সড়ক ও রাষ্ট্রীয় ভবন-স্থাপনা। সেসব জায়গায় লোকজন জড়ো হচ্ছে, সেলফি তুলছে। দলীয় ব্যানার, ফেস্টুনের সঙ্গে সেলফি তুলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিচ্ছে।

প্রতি পাঁচ বছর পর পর এ সম্মেলন অনুষ্ঠিত হয়। দলটির এই রুদ্ধদ্বার সম্মেলনেই ঠিক হয় পরবর্তী মেয়াদে কে চীনের নেতৃত্ব দিবেন এবং দেশটির গতিপথ নির্ধারণ করেন।

শি জিনপিং ২০১২ সালে পার্টির নেতা নির্বাচিত হওয়ার পর পরবর্তী পাঁচ বছরে তিনি নিজের ক্ষমতা আরো দৃঢ় করেছেন এবং তিনিই পার্টি প্রধান থেকে যাবেন বলে মনে করা হচ্ছে।

পার্টির কংগ্রেস শেষ হওয়ার পর আগামী সপ্তাহে দলের নীতি নির্ধারণকারী কমিটির সদস্যদের নাম ঘোষণা করার কথা রয়েছে। পলিটব্যুরো স্ট্যান্ডিং কমিটি নামে পরিচিত এই কমিটিই মূলত দেশ পরিচালনায় বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নিয়ে থাকে।

প্রেসিডেন্ট জিনপিং সমাবেশে বক্তব্যের শুরুতেই তার সময় দেশের বিভিন্ন অর্জনের কথা তুলে ধরেন। তিনি বলেন, সমাজতন্ত্রের হাত ধরে চীন ‘একটি নতুন যুগে’প্রবেশ করেছে।

এসময় তিনি জনগণের সঙ্গে নিজেদের ভাগ্যবরণ করে নিতে দলের সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তাদের জীবনমান উন্নয়নের জন্য কাজ করার বিষয়টিও দলের সদস্যদের মনে করিয়ে দিয়েছেন তিনি।

সূত্র:বিবিসি

এম/ডব্লিউএন

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি