ঢাকা, বুধবার   ০১ জানুয়ারি ২০২৫

চীনা সীমান্তের কাছে ক্রুসহ ভারতীয় হেলিকপ্টার নিখোঁজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৩, ৫ জুলাই ২০১৭ | আপডেট: ১৭:০৮, ৫ জুলাই ২০১৭

চীন সীমান্ত সংলগ্ন এলাকায় তিন ক্রুসহ ভারতীয় বিমানবাহিনীর একটি হেলিকপ্টার নিখোঁজ হয়েছে। মঙ্গলবার চীন সীমান্ত ভারতের অরুণাচল প্রদেশে ত্রাণের কাজে ব্যবহৃত ভারতীয় বিমানবাহিনীর এই হেলিকাপ্টরটি ইটানগরের কাছে নিখোঁজ হয়।  

রাজ্যের বিমান পরিবহণ দফতর থেকে বলা হয়, তেজপুর থেকে আসা বিমানবাহিনীর অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার ‘ধ্রুব’ বৃষ্টিতে আটকে পড়া স্থানীয় মানুষ ও পর্যটকদের উদ্ধারকাজে নিয়োজিত ছিল।

ওই দিন বিকেল ৩টা ৪৮ মিনিটে দু’জন চালক ও একজন ক্রুসহ হেলিকাপ্টারটি নাহারলাগুনের উদ্দেশ্যে পাপুম পারে জেলার সাগালি থেকে ওড়ে। এর কিছুক্ষণ পর থেকেই তার সঙ্গে এটিসির সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

দেশটির পুলিশ, সেনাবাহিনী ও এলাকাবাসির সহযোগিতায় চলছে উদ্ধার কাজ। এ দিনই ইটানগরে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজুর হেলিকপ্টার খারাপ আবহাওয়ার জন্য জরুরি অবতরণ করে। অরুণাচলের মুখ্যমন্ত্রী পেমাখাণ্ডু হেলিকপ্টার নিখোঁজ হওয়ার বিষয়টির সার্বিক তত্ত্বাবধান করছেন। সূত্র: লাইভমিন্ট।

আর/ডব্লিউএন

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি