চীনা স্টক এক্সচেঞ্জ ও ডিএসই চুক্তি (ভিডিও)
প্রকাশিত : ১১:১৬, ৩০ মে ২০১৮ | আপডেট: ১৩:৪১, ৩০ মে ২০১৮
চীনের বড় দুটি স্টক এক্সচেঞ্জের সমন্বয়ে গঠিত কনর্সোটিয়ামকে কৌশলগত বিনিয়োগকারী হিসাবে পাওয়ায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ আন্তর্জাতিকভাবে ব্র্যান্ডিং অর্জনের সুযোগ পাবে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। এতে একদিকে, পুঁজিবাজারের মর্যাদা ও গভীরতা বাড়বে, আর অন্যদিকে বিনিয়োগকারীদের আস্থাও বৃদ্ধি পাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এ অবস্থায় ভালো ভালো কোম্পানি’র তালিকাভুক্তি আর বাজার সম্প্রসারণের তাগিদ দিলেন বিশ্লেষকরা।
চলতি মাসে চীনের দুই স্টক এক্সচেঞ্জ-শেনঝেন এবং সাংহাই স্টক এক্সচেঞ্জের সমন্বয়ে গঠিত চীনা কনসোর্টিয়ামকে ঢাকা স্টক এক্সচেঞ্জ কৌশলগত বিনিয়োগকারী হিসেবে পাশে পেল। চুক্তি অনুযায়ী ডিএসইর ২৫ শতাংশ বা ৪৫ কোটি ৯ লাখ ৪ হাজার ১২৫টি শেয়ার কিনবে চীনের শেনঝেন ও সাংহাই স্টক এক্সচেঞ্জ। ১০ টাকা অভিহিত মূল্যে ডিএসই’র প্রতিটি শেয়ারের বিপরীতে ১১ টাকা প্রিমিয়ামসহ মূল্য নির্ধারণ করা হয়েছে ২১ টাকা। আগামি এক থেকে দেড় বছরের মধ্যে বাজারে বিনিয়োগকারীরা বাজার উন্নয়নের সুফল পাবেন বলে আশা করছেন ডিএসই’র সাবেক এই কর্তা।
বিশ্লেষকরা বলছেন, চীনের সঙ্গে চুক্তির পর বিদেশী বিনিয়োগের পরিমান আরও বাড়বে।
শেয়ারবাজারে উন্নয়নে নতুন নতুন কোম্পানির তালিকাভুক্তি করা দরকার বলে অভিমত দিয়েছেন সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের সাবেক এই চেয়ারম্যান।
চীনের সঙ্গে চুক্তির ফলে ঢাকার শেয়ারবাজারে কারিগরি ব্যবস্থার উন্নতির পাশাপাশি বাজারে সুশাসন প্রতিষ্ঠিত হবে বলেও আশা করছেন বাজার সংশ্লিষ্টরা।
আরও পড়ুন