ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

চীনের অর্ডার বাতিলের খবরে এনভিডিয়ার শেয়ার দর পতন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৮, ৩ নভেম্বর ২০২৩

মার্কিন সরকারের নতুন বিধিনিষেধ মেনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) জায়ান্ট এনভিডিয়া কর্পোরেশন চীনকে দেওয়া ৫ বিলিয়ন ডলার মূল্যের উন্নত চিপ অর্ডার বাতিল করতে বাধ্য হতে পারে। মঙ্গলবার ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এ খবরে এনভিডিয়া কর্পোরেশনের (এনভিডিএ) শেয়ার ৫% কমে গত পাঁচ মাসের সর্বনিম্নে দাঁড়িয়েছে।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, আলিবাবা গ্রুপ, টিকটকের মালিক বাইটড্যান্স এবং বাইডু সহ বড় চীনা প্রযুক্তি কোম্পানিগুলো আগামী বছর এআই চিপ অর্ডার সরবরাহের জন্য নির্ধারিত মার্কিন বাণিজ্য বিভাগ কর্তৃক ঘোষিত সর্বশেষ রফতানি নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। গত সপ্তাহে এনভিডিয়াকে এ তথ্য জানানো হয়েছে।

এনভিডিয়ার স্টক ৪.৭% কমে ৩৯২.৩০ ডলারে নেমে গেছে যা জুনের মাঝামাঝি থেকে সর্বনিম্ন। 
প্লাম্ব ফান্ডসের প্রধান নির্বাহী ও প্রধান পোর্টফোলিও ম্যানেজার টম প্লাম্ব বলেন, এনভিডিয়ার স্টকটি অতিরিক্ত বিক্রি হচ্ছে।

প্লাম্ব আরো যোগ বলেন, এর আগে এনভিডিয়া বলেছিলো স্টকটি দীর্ঘমেয়াদে প্রভাব ফেলবে। আমরা এখনও বেশ শক্তিশালী ত্রৈমাসিক আশা করি এবং মনে করি এটি একটি দুর্দান্ত দীর্ঘমেয়াদী শেয়ার। যদিও অস্থিরতার কারণে আমরা কোনও নতুন তথ্য যুক্ত করছি না।

এনভিডিয়ার একজন মুখপাত্র বলেছেন, উন্নত চিপগুলির জন্য উচ্চ চাহিদা রয়েছে। যা তৈরি করতে উল্লেখযোগ্য সময় লাগে। এটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশের বিস্তৃত গ্রাহকদের অর্ডার বরাদ্দ করার জন্য কাজ করছে।

এক বিবৃতিতে এনভিডিয়ার মুখপাত্র বলেন, এই নতুন রফতানি নিয়ন্ত্রণ অদূর ভবিষ্যতে অর্থবহ প্রভাব ফেলবে না।
চলতি মাসের শুরুতে বাইডেন প্রশাসন চীনে এনভিডিয়া ও অন্যদের ডিজাইন করা আরও এআই চিপের চালানের ওপর রফতানি নিষেধাজ্ঞা আরোপ করে। নতুন এই নিয়ম নভেম্বরে কার্যকর হবে এবং ইরান ও রাশিয়াসহ বিভিন্ন দেশে রফতানি নিয়ন্ত্রণ অন্তর্ভুক্ত থাকবে।

কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি