চীনের তৈরি কৃত্রিম দ্বীপ নিয়ে মামলার রায় আগামীকাল
প্রকাশিত : ১৭:২০, ১১ জুলাই ২০১৬ | আপডেট: ১৭:২০, ১১ জুলাই ২০১৬
দক্ষিণ চীন সাগরে চীনের তৈরি কৃত্রিম দ্বীপ নিয়ে দেশটির বিরুদ্ধে ফিলিপাইনের করা মামলার রায় কাল।
নেদারল্যান্ডসের হেগে আন্তর্জাতিক আদালতে ২০১৩ সালে এই মামলা করা হয়। জাহাজ চলাচলের বাণিজ্যিক রুট ও খনিজসম্পদে ভরপুর দক্ষিণ চীন সাগরের বেশ কিছু এলাকা নিজেদের বলে দাবি করে আসছে চীন। এরপরই ফিলিপাইনের উপকূল এলাকায় কৃত্রিম দ্বীপ নির্মাণ করে তারা। তবে সীমান্ত থেকে ১৪০ মাইল দূরবর্তী এ দ্বীপের মালিকানা দাবি করে আসছে ফিলিপাইন। কৃত্রিম এ দ্বীপ নিয়ে শীতল যুদ্ধে জড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্র ও চীন। ওই এলাকায় নিজেদের যুদ্ধ জাহাজের টহল নিয়ে পরস্পরের বিরুদ্ধে উসকানির অভিযোগ আনে তারা।
আরও পড়ুন