ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

চীনের বিরোধীতায় এনএসজি’র সদস্য পদ পেলো না ভারত

প্রকাশিত : ১১:০৮, ২৫ জুন ২০১৬ | আপডেট: ১১:০৮, ২৫ জুন ২০১৬

শত চেষ্টার পরও শেষ পর্যন্ত চীনের বিরোধীতার কারনেই বিশ্বব্যাপী পরমাণু জ্বালানি ও প্রযুক্তি বাণিজ্য নিয়ন্ত্রণকারী সংস্থা-এনএসজি’র সদস্য পদ পেলো না ভারত। দক্ষিণ কোরিয়ার সিউলে ৪৮ দেশের বৈঠক শেষে আপাতত ভারতকে সদস্য পদ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে এনএসজি। ৩৮টি দেশ ভারতের পক্ষে সমর্থন দিলেও চীন, আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ডসহ বেশ কয়েকটি দেশ দ্বিমত প্রকাশ করে। পারমাণবিক অস্ত্র বিস্তার বন্ধ চুক্তি বা এনপিটি সই ছাড়া এনএসজি-র সদস্য হওয়া যাবে না বলে মত দিয়েছে তারা। এ নিয়ে আলোচনার আহ্বান জানিয়েছে তারা। যদিও চলতি বছরের মধ্যেই আশাপূরণ হতে পারে বলে আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি