ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

চীনের ভূখন্ডে ভারতের ড্রোন বিধ্বস্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১৬, ৭ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১৮:০৮, ৭ ডিসেম্বর ২০১৭

চীনের পশ্চিমাঞ্চলীয় হুমকি মোকাবেলা ব্যুরোর কর্মকর্তা হাঙ শুইলি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, চীনের ভূখন্ডে একটি ভারতীয় ড্রোন বিধ্বস্থ হয়েছে। এটি দেশের অধিকার ও নিরাপত্তা রক্ষায় প্রশ্নবিদ্ধ বলে মনে করছে দেশটি। তবে তিনি তারিখ বা স্থানের বিষয়ে বিস্তারিত কিছু বলেননি।

চীনা সংবাদ সংস্থা জিনহুয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে শুইলি বলেন, চীনের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে ভারত। তবে দেশের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

ড্রোনটি যে ভারতের তা চীনের সীমান্ত রক্ষী বাহিনী সনাক্ত করতে পেরেছে। এখন ড্রোনটির বিষয়ে বিস্তারিত তথ্য উপাত্ত সংগ্রহ করা হচ্ছে বলে জানান শুইলি।

তবে চীনের এসব বক্তব্যের বিষয়ে ভারত এখন পর্যন্ত কোন প্রতিক্রিয়া জানায়নি।

উল্লেখ্য, ভারত, চীন আর ভূটান সীমান্তের ডকলাম অংশে চীনের একটি রাস্তা তৈরি নিয়ে গত গ্রীষ্ম থেকেই ভারত ও চীনের মধ্যে উত্তেজনা চলছে। এছাড়া ১৯৬২ সালে দুই দেশের মধ্যে একবার বড় ধরণের যুদ্ধও হয়েছিলো।

সূত্র: বিবিসি

একে// এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি