ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চীনে ভ্যাকসিন দেয়া হচ্ছে বিস্ময়কর গতিতে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫১, ৫ জুন ২০২১ | আপডেট: ১৫:৫৮, ৫ জুন ২০২১

Ekushey Television Ltd.

চীনে বিস্ময়কর গতিতে দৈনিক গড়ে ১ কোটি ৯০ লাখ লোককে ভ্যাকসিন দেয়া হচ্ছে।

‘আওয়ার ওয়াল্ড ইন ডাটা’ নামে একটি অনলাইন রিসার্চ সাইটের বরাত দিয়ে অ্যাসোসিয়েট প্রেস (এপি) জানায়, সাতদিনের টিকাদানের গড় হিসাব থেকে এই তথ্য জানা গেছে।

এপি ‘আওয়ার ওয়াল্ড ইন ডাটা’র তথ্য উল্লেখ করে জানায়, এই টিকাদানের অর্থ দাঁড়ায় ইতালির প্রত্যেকের জন্য প্রতি তিন দিনে একটি ডোজ প্রদান। চীনের এক তৃতীয়াংশ জনসংখ্যার যুক্তরাষ্ট্রে এপ্রিলে দৈনিক টিকাদানের সংখ্যা ৩.৪ মিলিয়ন ডোজ। বিশ্বব্যাপী চীনের ভ্যাকসিন সরবরাহের সংখ্যা ১৯০ কোটির প্রায় এক তৃতীয়াংশ।

প্রতিবেদনে উল্লেখ করা হয়,বাণিজ্যিক কোম্পানি, স্কুল এবং স্থানীয় সরকারসহ সকল স্তর থেকে টিকা নেয়ার আহবানে টিকা গ্রহনের এই গতি বৃদ্ধি পেয়েছে।

এতে আরো বলা হয়, চীন তার ‘স্প্রিং স্প্রাউট’ প্রেগ্রামের মাধ্যমে ৫ লাখ বিদেশী নাগরিককে টিকা দিয়েছে।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি