ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চীনে শপিং মলে আগুনে নিহত ১৬

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৯, ১৮ জুলাই ২০২৪

Ekushey Television Ltd.

চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সিচুয়ান প্রদেশের একটি শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জনের প্রাণহানি হয়েছে।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়া জানিয়েছে, বৃহস্পতিবার ভোর তিনটা পর্যন্ত প্রাণহানির সংখ্যা ১৬তে দাঁড়িয়েছে।

বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় জিগং শহরের একটি হাই-টেক জোনের ১৪ তলা শপিং সেন্টারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সে সময় ঘন ধোঁয়ায় আশ-পাশের এলাকা ঢেকে যায়।

স্থানীয় দমকল বিভাগ থেকে প্রায় ৩শ’ কর্মী এবং কয়েক ডজন দমকলের গাড়ি ঘটনাস্থলে গিয়ে আটকে পড়া প্রায় ৩০ জনকে আগুন থেকে উদ্ধার করে। রাতভর উদ্ধার কাজ ভোর তিনটায় শেষ হয়।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি জানিয়েছে, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে নির্মাণ কাজের কারণে আগুন লেগেছে। তবে অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ শনাক্ত করতে আরও তদন্ত চলছে।

উল্লেখ্য, নিরাপত্তার শিথিল মান ও তদারকির দূর্বলতার কারণে চীনে আগুন লাগার বিষয়টি খুবই সাধারণ একটি ঘটনা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি