ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

চীন সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন কাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৪, ১৩ জুলাই ২০২৪ | আপডেট: ১৩:০৫, ১৩ জুলাই ২০২৪

চীনে তিন দিনের দ্বিপাক্ষিক সফর নিয়ে সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরের বিষয়ে জানাতে আগামীকাল রোববার এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

রোববার বিকাল ৪টায় গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব এম এম ইমরুল কায়েস।

এর আগে চার দিনের এক দ্বিপক্ষীয় সফরে গত সোমবার (৮ জুলাই) বিকালে চীনের রাজধানী বেইজিং পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে অবশ্য মেয়ের (সায়মা ওয়াজেদ পুতুল) অসুস্থতাজনিত কারণে সফর সংক্ষিপ্ত করে একদিন আগেই ১০ জুলাই দেশে ফেরেন তিনি। 

চীনে অবস্থানকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন এবং প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গে প্রতিনিধি পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকসহ বিভিন্ন অনুষ্ঠানাদি সম্পন্ন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সফরের শেষ দিন ১০ জুলাই বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও চীনের প্রধানমন্ত্রীর মধ্যে একটি প্রতিনিধি পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকের পর দুই দেশ ২১টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করে এবং সাতটি প্রকল্পের ঘোষণা দেয়।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি