ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চুলে শ্যাম্পু করার সঠিক নিয়ম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০৪, ২৬ জুলাই ২০১৭ | আপডেট: ১৮:৪৭, ২৭ জুলাই ২০১৭

Ekushey Television Ltd.

চুল পরিষ্কার করার জন্য শ্যাম্পুর বিকল্প নাই বললেই চলে। চুলের সঙ্গে মানানসই শ্যাম্পু ব্যবহার করেন অনেকেই। তবে শ্যাম্পু ব্যবহারের সঠিক নিয়ম জানা না থাকলে তেমন কাজে আসবে না শ্যাম্পু। বরং সঠিকভাবে চুল পরিষ্কার না হলে চুল পড়াসহ নানা ধরনের সমস্যা তৈরি হতে পারে। আসুন জেনে নেই চুলে শ্যাম্পু করার সঠিক উপায়-

আপনার চুলের স্বাস্থ্য উপর নির্ভর করে শ্যাম্পুর ধরণ ঠিক করুন। তারপর নির্দিষ্ট পরিমাণ শ্যাম্পু পানির সাথে মিশিয়ে নিন এবং চুলে ব্যবহার করুন। এতে ফেনার পরিমাণ বেশি হবে এবং এই ফেনাযুক্ত শ্যাম্পু আপনার চুলের প্রতিটি কোনায় পৌঁছুতে পারবে।

ফেনাযুক্ত চুলে হালকাভাবে ম্যাসাজ করুন। মাথার তালুতে আঙ্গুলের অগ্রভাগ দিয়ে ভালোভাবে ম্যাসাজ করুন। এতে করে তালুতে থাকা সমস্ত ময়লা পরিষ্কার হয়ে উঠে আসবে। এবারে মোটা দাতেঁর চিরুনি দিয়ে হালকাভাবে আঁচড়ান। এতে করে চুলের সাথে আটকে থাকা ময়লা পরিষ্কার হবে।

মনে রাখা জরুরি, চুল পরিষ্কারে কখনও গরম পানি ব্যবহার করবেন না। কেননা গরম পানি চুলের গোড়া নরম করে এবং চুল পড়ার সমস্যা তৈরি করে। তাই ঠান্ডা পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। প্রয়োজনে আবার শ্যাম্পু করুন।

চুল উজ্জ্বল, নরম আর প্রাণবন্ত দেখাতে শ্যাম্পুর পরপর কন্ডিশনার ব্যবহার করুন। এর জন্য ব্র্যান্ডের কোনো কন্ডিশনার হালকাভাবে সারা চুলে ব্যবহার করে কিছুক্ষণ রাখুন এবং এরপরে ধুয়ে ফেলুন।

শুধু চুল সঠিক নিয়মে ধুলেই হয় না, চুলের পানি মোছাটাও হওয়া উচিত সঠিক পদ্ধতিতে। এর জন্য নরম তোয়ালে ব্যবহার করুন। প্রথমে চুলের পানি ঝরিয়ে তারপরে হালকাভাবে মুছে নিন। চুল শুকিয়ে নিন। তবে হেয়ার ড্রায়ার ব্যবহার না করাই ভালো।

ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি