চুয়াডাঙ্গায় ‘গোলাগুলিতে’ নিহত ২
প্রকাশিত : ০৮:৩০, ৭ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ০৮:৫৬, ৭ ডিসেম্বর ২০১৮
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় নিজেদের মধ্যে বিরোধে জড়িয়ে দুই দল মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের মধ্যে ‘গোলাগুলিতে’ দুইজন নিহত হয়েছেন। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার মধ্য রাতে উপজেলার গোবিন্দহুদা গ্রামের একটি মাঠে ‘গোলাগুলির’ এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি এলজি, দুই রাউন্ড গুলি, ছয়টি হাত বোমা ও তিন বস্তা ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ।
নিহতরা হলো- শীর্ষ মাদক ব্যাবসায়ী ঝন্টু (৪০) ও তালিকাভুক্ত সন্ত্রাসী ধুলো (৪৩)। নিহত ঝন্টু দামুড়হুদা উপজেলার দর্শনা ঈশ্বরচন্দ্রপুর গ্রামের আবুল কাশেমের ছেলে ও ধুলো চারুলিয়া গ্রামের শমসের আলীর ছেলে বলে জানা যায়। নিহত ঝন্টুর বিরুদ্ধে ১১ টি মামলা এবং নিহত ধুলোর বিরুদ্ধে ৬ টি হত্যাসহ এক ডজনেরও বেশি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ওসি সুকুমার বিশ্বাস জানান, বৃহস্পতিবার রাতে উপজেলার গোবিন্দহুদা গ্রামে দু’পক্ষের গোলাগুলি চলছে এমন খবর পেয়ে সেই এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের এক পর্যায়ে ঘটনাস্থল থেকে মাদক ব্যবসায়ী ঝন্টু ও সন্ত্রাসী ধুলোর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।
একে//
আরও পড়ুন