চুয়াডাঙ্গায় বোরো ক্ষেতে ব্লাস্ট রোগ
প্রকাশিত : ১০:৪৫, ৯ মে ২০১৭
চুয়াডাঙ্গায় বোরো ক্ষেতে ছড়িয়ে পড়েছে ব্লাস্ট রোগ। চিটা হয়ে যাচ্ছে ধান। এতে দিশেহারা হয়ে পড়েছে কৃষক। একই অবস্থা কিশোরগঞ্জেও। সেখানে চিটা ধানের কারনে ফলন বিপর্যয় ঘটেছে। কৃষি বিভাগ বলছে, বিরূপ আবহাওয়া আর সঠিক পরিচর্যার অভাবে এই দশা।
চুয়াডাঙ্গায় ব্লাস্ট রোগে নষ্ট বিবর্ণ ধান ক্ষেত। ছত্রাকজনিত এই রোগে এরই মধ্যে জেলার চার উপজেলায় আবাদ করা বোরা ধান চিটা হয়ে যাচ্ছে।
আকষ্মিক এ বিপর্যয়ে দিশেহারা কৃষক। আগাম প্রতিরোধের ব্যবস্থা নেয়া হলে ক্ষতির পরিমাণ কম হতো বলে মনে করছে তারা।
তবে, কৃষি কর্মকর্তারা রোগের কারন হিসেবে বিরুপ আবহাওয়াকে দায়ি করলেন।
অন্যদিকে একই অবস্থা কিশোরগঞ্জের কৃষি বিভাগের প্রদর্শনী প্লটের ধান ক্ষেতে। সব ধান চিটা হওয়ায় কৃষকদের মাথায় হাত।
কৃষি বিভাগের পরামর্শে জমিতে বিনা-৮ জাতের ধান রোপন করা হয়। ১৩০ দিনের মধ্যে ফলন হওয়ার কথা থাকলেও ১৬৫ দিনেও ধানের শিষই আসেনি। যেগুলোতে শিষ এসেছে তার সবগুলোই চিটা।
তবে কৃষি বিভাগ দায়ী করছে কৃষকদের অব্যবস্থাপনাকে। তবে কেন পর্যবেক্ষণ করা হয়নি, তার উত্তর নেই তাদের কাছে।
ক্ষতিপূরণের পাশাপাশি আগামীতে বোরো চাষে সঠিক পরামর্শের দাবি ক্ষতিগ্রস্তদের।
https://youtu.be/dh2nN7849Jg
আরও পড়ুন