ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ০০:০৮, ৪ জুলাই ২০২২ | আপডেট: ০৯:২৭, ৪ জুলাই ২০২২

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা-মুজিবনগর সড়কের রামনগর নামক স্থানে বালি ভর্তি ট্রাক্টর চাপায় আলামিন হোসেন লিখন (১৩) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। 

রোববার সকাল সাড়ে ৯টার দিকে প্রাইভেট পড়ে বাই-সাইকেলে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। সে দর্শনা পৌরসভার তালবাগান এলাকার আশরাফুল হকের ছেলে ও মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী ছাত্র। 

স্থানীয়রা জানায়, সকালে মেমনগর স্কুলে প্রাইভেট পড়ে বাইসাইকেলযোগে বাড়ি ফিরছিল লিখন। এসময় রামনগর রাহাত ডেকরেটারের সামনে পৌছালে তার সাইকেলের চেইন পড়ে যায়। তখন সে সাইকেল থেকে নেমে চেইন তুলছিল। এ সময় দর্শনার দিক থেকে দ্রুতগতিতে আসা একটি বালি ভর্তি ট্রাক্টর তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফুল কবির জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে ট্রাক্টরটি আটক করা হয়েছে। চালককে আটকের চেষ্টা চলছে।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি