ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

ব্যাংক এশিয়ার সহায়তা

চোখের আলো পেয়েছে জন্মান্ধ শিশু সিন্হা ও নাজমুল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০৫, ৩০ সেপ্টেম্বর ২০১৯

ব্যাংক এশিয়ার চিকিৎসা সহায়তায় দৃষ্টিশক্তি ফিরে পেয়েছে জন্মান্ধ শিশু সিন্হা ও নাজমুল। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ব্যাংক এশিয়া ২০০৫ সাল থেকে দেশের সুবিধাবঞ্চিত পরিবারের জন্মান্ধ শিশুদের (০-৮ বছর) দৃষ্টিশক্তি ফিরিয়ে দেয়ার লক্ষ্যে কাজ করে আসছে। 
এ প্রকল্পের আওতায় এখন পর্যন্ত সারাদেশের ১১৬৬ জন জন্মান্ধ শিশু দৃষ্টিশক্তি ফিরে পেয়েছে। বর্তমানে প্রকল্পের চিকিৎসা সহযোগী হিসেবে কাজ করছে বাংলাদেশ আই হাসপাতাল। সম্প্রতি বাংলাদেশ আই হাসপাতালের প্রখ্যাত চক্ষুরোগ বিশেষজ্ঞ ও সার্জন কাজী সাব্বির আনোয়ার-এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে সিন্হা ও নাজমুলের সফল অস্ত্রোপচারের পর তাদেরকে দেখতে যান ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) জনাব মোহাম্মদ বোরহান উদ্দিন ও উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ সাজ্জাদ হোসেন। 

এ সময় ব্যাংকের লালমাটিয়া শাখা প্রধান কৃষ্ণা সাহা, ব্যাংকের এভিপি ও এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার জনাব নাহিদ হোসেন এবং শিশুদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

টিআর/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি