ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

চোটে জেসুস, শঙ্কা ব্রাজিল শিবিরে 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১২, ৩ ডিসেম্বর ২০২২

বিশ্বকাপে শুরু থেকেই চোট-আঘাত জর্জরিত ব্রাজিল শিবির। সেই তালিকায় এবার নতুন নাম গাব্রিয়েল জেসুস। আর্সেনালের এই স্ট্রাইকার হাঁটুর চোটে ভুগছেন বলে জানা গেছে। 

সার্বিয়ার বিপক্ষে ২-০ ও সুইজারল্যান্ডের বিপক্ষে ১-০ গোলের জয়ে এক ম্যাচ বাকি থাকতে শেষ ষোলোর টিকেট নিশ্চিত করেছে ব্রাজিল। ওই দুই ম্যাচে বদলি হিসেবে খেলা জেসুসকে শুক্রবার রাতে ক্যামেরুনের বিপক্ষে শুরুর একাদশে নামান ব্রাজিল কোচ তিতে।

আফ্রিকার দলটির বিপক্ষে অসংখ্য সুযোগ তৈরি করেও গোল করতে পারেনি ব্রাজিল। শেষ দিকে গোল খেয়ে তারা হেরে গেছে ১-০ গোলে। এই ম্যাচেই ৬৪তম মিনিটে জেসুসকে তুলে নেন কোচ।

পরদিন কয়েকটি সংবাদমাধ্যমের খবর আসে, হাঁটুর সমস্যায় ভুগছেন জেসুস। 

ব্রাজিল দলের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ইতালিয়ান সাংবাদিক ফাব্রিসিও রোমানো টুইটারে লিখেছেন, হাঁটুর ব্যথায় ভুগছেন ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড; ফলে চলতি বিশ্বকাপে আর খেলার সম্ভাবনা নেই তার।

ব্রাজিল দলের পক্ষ থেকে এখনও অবশ্য এ বিষয়ে কিছুই জানানো হয়নি।

এএইচএস

সার্বিয়াকে হারিয়ে আসর শুরুর ম্যাচেই অ্যাঙ্কেলে চোট পেয়ে মাঠের বাইরে চলে যান নেইমার ও দানিলো। এখনও মাঠে ফেরেননি তারা। ডিফেন্ডার দানিলোর ফেরার আশা জাগলেও নেইমারকে নিয়ে শঙ্কার জায়গা রয়েই গেছে। 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি