ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

চ্যাম্পিয়ন্স ট্রফিতে একই গ্রুপে ভারত-পাকিস্তান-বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৫, ৪ জুলাই ২০২৪

প্রকাশ পেলো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির খসড়া সূচি। নিউজিল্যান্ড, ভারত ও আয়োজক পাকিস্তানের সাথে একই গ্রুপে আছে বাংলাদেশ।

আট বছর পর হতে যাচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। গেল বছর ওয়ানডে বিশ্বকাপে চূড়ান্ত হয়েছিল অংশ নেয়া আট দল। 

প্রস্তাবিত সূচি অনুযায়ী, গ্রুপ এ-তে রয়েছে পাকিস্তান, ভারত, বাংলাদেশ ও নিউজিল্যান্ড। আর গ্রুপ বি-তে রয়েছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও আফগানিস্তান।

৯ মার্চ থেকে ১৯ মার্চের মধ্যে টুর্নামেন্ট আয়োজন করতে চায় পাকিস্তান। সেই অনুযায়ী খসড়া সূচি তৈরি করে ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থার কাছে পাঠিয়েছে পিসিবি। 

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ১৫ ম্যাচের এই সূচিতে লাহোরে ৭টি, করাচিতে ৩টি ও রাওয়ালপিন্ডিতে ৫টি ম্যাচ রেখেছে পাকিস্তান। ভারতের সব ম্যাচসহ ফাইনাল হবে লাহোরে। ভারত যদি সেমিফাইনালে ওঠে, তাহলে সেই ম্যাচও হবে লাহোরে। 

তবে এই সূচিতে ইতিবাচক কোনো সাড়া দেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি