ঢাকা, বুধবার   ১২ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বড় সিদ্ধান্ত, কোথায় হবে টুর্নামেন্ট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১৫, ১৯ ডিসেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানে খেলতে যাবে না, এই ইস্যুতে ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্য এতোদিন ঝুলেই ছিল। অবশেষে ঘটল চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে টানাপোড়েনের ইতি। নির্ধারিত হয়ে গেল টুর্নামেন্টের ভাগ্যও। বিসিসিআই পাকিস্তানে দল পাঠাতে অস্বীকার করায় অন্যতম মেগা এই টুর্নামেন্টটি কোথায় অনুষ্ঠিত হবে, তা নিয়েই অনিশ্চিয়তা দেখা যাচ্ছিল। শেষমেশ সেই ধোঁয়াশা কেটে গেল। জানা গেল, ভারতীয় দল চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে কিনা।

দীর্ঘ টানাপোড়েনের পর পাকিস্তান ক্রিকেট বোর্ড হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে রাজি হয়েছে বলে জানিয়েছে ইএসপিএন-ক্রিকইনফো। 

তথ্যমতে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত নিজেদের ম্যাচগুলো খেলবে নিরপেক্ষ দেশে। বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে পাকিস্তানেই।

আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের ম্যাচগুলো কোন দেশে আয়োজিত হবে, তা প্রস্তাব করার কথা পাকিস্তান ক্রিকেট বোর্ডের। আইসিসি অনুমোদন দিলেই নিরপেক্ষ দেশের নাম ঘোষণা হবে বলে শোনা যাচ্ছে।

এদিকে ২০২৭ পর্যন্ত আইসিসি ইভেন্ট খেলতে পাকিস্তান দলও ভারতে আসবে না বলে জানিয়েছে। যার অর্থ- ভারতে আয়োজিত আইসিসি ইভেন্টে পাকিস্তানের ম্যাচগুলোও আয়োজিত হবে নিরপেক্ষ ভেন্যুতে।

২০২৫ সালে আইসিসি চ্যাম্পিন্স ট্রফির পর, একই বছরে ভারতে অনুষ্ঠিত হবে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ২০২৬ সালে ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে আয়োজিত হবে ভারত ও শ্রীলঙ্কায়। 

অর্থাৎ ভারত ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না। পাকিস্তানও ২০২৫ মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ খেলতে ভারতে আসবে না। আবার ২০২৬ সালে ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো খেলবে শ্রীলঙ্কায়।

হাইব্রিড মডেলে আয়োজিত হতে পারে ২০২৮ সালে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপও। কেননা পরবর্তী চক্রের সেই টুর্নামেন্টও আয়োজিত হওয়ার কথা পাকিস্তানে। সুতরাং ভারত সেই টুর্নামেন্ট খেলতেও পাকিস্তানে দল পাঠাতে অস্বীকার করতে পারে।

অন্যদিকে হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের ক্ষতিপূরণ হিসেবে যদি পিসিবি নিরপেক্ষ কোনো দেশে ভারত-পাকিস্তানকে নিয়ে কোনো ত্রিদেশীয় অথবা চার দলীয় টুর্নামেন্ট আয়োজন করে, সেক্ষেত্রেও আইসিসির কোনো আপত্তি নেই বলে খবর। 

ত্রিদেশীয় টুর্নামেন্ট আয়োজিত হলে এশিয়ার কোনো পূর্ণ সদস্য দল যোগ দিতে পারে ভারত-পাকিস্তানের সঙ্গে। চার দলীয় টুর্নামেন্ট আয়োজিত হলে ভারত-পাকিস্তান ছাড়াও এশিয়ার কোনো পূর্ণ সদস্য এবং কোনো সহযোগী দেশ অংশ নিতে পারে সেই টুর্নামেন্টে।

এখন দেখার বিষয় যে, ভারত আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলো কোন দেশে খেলে। যদিও এই দৌড়ে সবচেয়ে এগিয়ে যংযুক্ত আরব-আমিরাত তথা শারজাহ-দুবাই।

এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি