ঢাকা, শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪

চ্যাম্পিয়ন্স লিগে ইতিহাস গড়লো বায়ার্ন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩১, ১৮ সেপ্টেম্বর ২০২৪

চ্যাম্পিয়ন্স লিগে ইতিহাস গড়লো বায়ার্ন মিউনিখ। ক্রোয়েশিয়ান ক্লাব ডায়নামো জাগরেবকে ৯-২ গোলে উড়িয়ে দিয়েছে বাভারিয়ানরা। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে প্রথম কোনো ক্লাব হিসেবে ৯ গোল হজম করলো জাগরেব। 

এদিকে, জয় দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপ ধরে রাখার অভিযান শুরু করেছে রিয়াল মাদ্রিদ। স্ট্রুটগার্টকে ৩-১ গোলে হারিয়েছে লস ব্লাঙ্কোরা। এসি মিলানকে ৩-১ গোলে হারিয়েছে লিভারপুল। পিএসভির বিপক্ষে একই ব্যবধানে জিতেছে জুভেন্টাস। 

আলিয়েঞ্জ অ্যারেনায় গোল উৎসবের রাতে রেকর্ডবুকে নাম তুলেছেন হ্যারি কেইন। চ্যাম্পিয়ন্স লিগে ইংলিশ খেলোয়াড় হিসেবে ম্যানউই কিংবদন্তি রুনির সর্বোচ্চ ৩০ গোলের রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি।

জাগরেবের বিপক্ষে চারটি গোল করেছেন হ্যারি কেইন। চ্যাম্পিয়ন্স লিগে তার গোলসংখ্যা এখন ৩৩। এছাড়া জোড়া গোল করেছেন ফরাসি মিডফিল্ডার মাইকেল ওলিস। একবার করে জালের দেখা পেয়েছেন, রাফায়েল গুয়েরেইরো, লেরয় সানে ও লিওন গোরেটজকা। মাঝে দুই গোল শোধ দিয়েছিল ডায়নামো।

এদিকে, স্ট্রুটার্গের বিপক্ষে খুববেশি সুবিধা করতে পারেনি রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধ ছিলো গোলশূন্য। বিরতির পর ডেডলক ভাঙেন কিলিয়ান এমবাপ্পে। ৬৮ মিনিটে ম্যাচেও ফিরেছিল স্ট্রুটগার্ট। তবে ৮৩ মিনিটে রুডিগার ও যোগকরা সময়ে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এনদ্রিকের গোলে জয় নিশ্চিত হয় লস ব্লাঙ্কোদের।

চ্যাম্পিয়ন্স লিগের অন্য ম্যাচে, এসি মিলানকে তাদের মাঠেই ৩-১ গোলে হারিয়েছে লিভারপুল। তিন মিনিটে পিছিয়ে পড়লেও ইব্রাহিম করাতে, ভার্জিল ভ্যান ডাইক ও ডমিনিক সোবোসজলাইয়ের গোলে পূর্ণ পয়েন্ট পেয়েছে অলরেডরা। 

অন্য ম্যাচে পিএসভির বিপক্ষে একই ব্যবধানে জিতেছে জুভেন্টাস।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি