ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ গোল রোনালদোর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪২, ২ মে ২০১৮

চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের হোম অ্যাওয়ে ম্যাচে ৪-গোলে বায়ার্ন মিউনিখকে পেছনে ফেলে টানা তৃতীয় বারের মত ফাইনাল নিশ্চিত করেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ।

আগামী ২৬ মে ইউক্রেনের কিয়েভে ফাইনালে লড়বে ১২ বারের চ্যম্পিয়ন রিয়াল মাদ্রিদ। টুর্নামেন্টের অপর দুই সেমি-ফাইনালিস্ট লিভারপুল ও রোমা’র মধ্যকার একটি ক্লাব ফাইনালে রিয়ালের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে।

এখন পর্যন্ত ক্লাবের খেলায় সবাইকে ছাড়িয়ে মৌসুমের সর্বোচ্চ গোলদাতার আসন দখল করেছেন রিয়ালের পর্তুগাল সুপার স্টার ক্রিস্টিয়ানো রোনালদো। তার গোল সংখ্যা ১৫টি। টুর্নামেন্টে ১০টি করে গোল করে যৌথভাবে দ্বিতীয় অবস্থানে রয়েছেন লিভারপুলের দুই কৃতি ফুটবল তারকা ফিরমিনো ও সালাহ।

৮ গোল নিয়ে নিয়ে যৌথভাবে তৃতীয় অবস্থানে আছেন লিভারপুলের আরেক তারকা সাদিও মানে ও সেভিয়ার স্ট্রাইকার বেন ইয়েদার।

৭ গোল নিয়ে চতুর্থ অবস্থানে আছেন পিএসজির কাভানি, রোমার জেকো ও টোটেনহ্যামের কেন।

ইউরো তথা বিশ্ব ফুটবলের দুই আলোচিত তারকা বার্সেলোনার আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসি ও পিএসজির ব্রাজিলীয় তারকা নেইমার টুর্নামেন্টে ছয়টি করে গোল পেয়েছেন।

 

আর/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি