ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ছাত্রদলের সঙ্গে ২৭ সংগঠনের বৈঠক, উপেক্ষিত শিবির-বৈষম্যবিরোধীরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৫, ৬ ডিসেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে বাদ রেখেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বানে ২৭টি ছাত্র সংগঠনের নেতাকর্মীদের বৈঠক হয়েছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেল ৪টায় রাজধানীর গ্লোরিয়াস পার্টি সেন্টারে এই বৈঠক শুরু হয়ে, চলে রাত সাড়ে ৭টা পর্যন্ত।

জানা গেছে, সভায় শিবিরের রাজনৈতিক ক্রিয়াকলাপের সমালোচনা করেন বেশ কয়েকটি সংগঠনের নেতাকর্মীরা। অনেকে আবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে ধরেন।

সভায় উপস্থিত একাধিক ছাত্রনেতা বিষয়টি নিশ্চিত করে বলেন, সভায় সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য, জাতীয় ছাত্র কাউন্সিল গঠনে অন্তর্বর্তীকালীন সরকারকে সম্মিলিতভাবে আহ্বান, কাঠামোগত সংস্কার দ্রুত শেষ করে ছাত্রসংসদ নির্বাচন।

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, দীর্ঘ সাড়ে ১৫ বছর যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছে, তাদের নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিজেদের রাজনৈতিক ছাত্র সংগঠন মনে করে না। তাই তাদের দাওয়াত দেওয়া হয়নি।

তিনি আরো বলেন, এখানে শুধু রাজনৈতিক সংগঠনগুলো ছিল। আর শিবিরের ব্যাপারে অনেকের আপত্তি থাকায় তাদের দাওয়াত দেওয়া হয়নি।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি