ঢাকা, বৃহস্পতিবার   ২৭ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

ছাত্রদের নতুন কমিটি নিয়ে হাতাহাতিতে আহত ২ শিক্ষার্থী ঢামেকে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫৭, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখ সারির সমম্বয়কদের উদ্যোগে আত্মপ্রকাশ করেছে নতুন ছাত্র সংগঠন ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস)’। এই সংগঠনের আত্মপ্রকাশের ঘোষণা ঘিরে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুই শিক্ষার্থী আহত হয়েছেন। তারা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে এই হাতাহাতির ঘটনা ঘটে।

আহত দুজন হলেন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মিশু আলী (২৪) ও প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন বিভাগের আকিবুল হাসান (২৫)।

আহতরা জানান, ‘বিকেলে মধুর ক্যান্টিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের নিয়ে ‘গণতান্ত্রিক ছাত্রসংসদ’র নাম ঘোষণা করা হয়। নতুন এই ছাত্র সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক হয়েছেন আবু বাকের মজুমদার। আর কেন্দ্রীয় কমিটির সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন জাহিদ আহসান। এই ঘোষণা ঘিরে এক পক্ষ সন্তোষজনক সংখ্যক পদ পাননি দাবি করে স্লোগান দিতে থাকেন। আরেক পক্ষও পাল্টা স্লোগান দিতে থাকনে। এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
 
চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, আহত দুজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের শরীরে নীলাফোলা জখম রয়েছে। তবে তাদের অবস্থা গুরুতর নয়।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি