ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

ছাত্রলীগের কমিটি নিয়ে সমস্যার সমাধান অচিরেই : কাদের

প্রকাশিত : ১৭:১০, ১ জুন ২০১৯ | আপডেট: ১৭:১৭, ১ জুন ২০১৯

ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর থেকে যে জটিলতা ও বির্তক উঠেছে অচিরেই তার সমাধান করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।শনিবার দুপুরে মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনে গেলে সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে তিনি একথা জানান।  

ওবায়দুল কাদের বলেন,আমার অনুপস্থিতিতে তাদের কমিটি গঠন, অভ্যন্তরীণ কোন্দল বা সাংগঠনিক সমস্যা সমাধানে নেত্রী দলের চারজন নেতাকে দায়িত্ব দিয়েছেন।

“তাদের সাথে আমার কথাবর্তা হয়েছে, যোগাযোগ হচ্ছে। যারা আন্দোলন-প্রতিবাদ করছে তাদের সঙ্গেও আলাপ আলোচনা হচ্ছে। আশাকরি,অল্প সময়ের মধ্যেই এর সমাধান হবে।

এদিকে, ওবায়দুল কাদের যখন এমন কথা বলছিলেন, তখনও পূর্ণাঙ্গ কমিটি নিয়ে বিক্ষুব্ধ একদল ছাত্রলীগ নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছিল। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। 

সম্মেলনের এক বছর পর গত ১৩ মে ছাত্রলীগের ৩০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা ঘোষণা করে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি। এতে প্রায় ৯৭ জনকে নিয়ে বির্তক ওঠে।

সংগঠনের ক্রান্তিকালে পাশে থাকলেও পদ না পাওয়া আবার কেউ কাঙ্খিত পদ থেকে বঞ্চিত হওয়ায় আন্দোলন করছেন। 

কমিটিতে হত্যা মামলার আসামিসহ ছাত্রদল, শিবির থেকে ওঠে আসা অনেকে কমিটিতে জায়গা পায় বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা। পরে, দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কমিটির বিতর্কিতদের সরানোর কথা জানানো হয়।

সবশেষ কেন্দ্রীয় কমিটিতে থাকা বিভিন্ন অভিযোগে অভিযুক্ত ১৯ জনের পদ শূন্য ঘোষণা করেছে দেশের বৃহৎ এ ছাত্র সংগঠনটি।

ছাত্রলীগের সাবেক সভাপতি ওবায়দুল কাদের আওয়ামী লীগের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে সহযোগী সংগঠনটির দেখভাল করে আসছিলেন। এবার তিনি অসুস্থতার কারণে চিকিৎসার জন্য বিদেশে থাকার মধ্যে জটিলতা দেখা দেয়।

আই/কেআই

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি