ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ছাত্রলীগের পদপ্রত্যাশীদের ডেকেছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৭:৫০, ১ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারী বাসভবন গণভবনে ছাত্রলীগের পদপ্রত্যাশী নেতাদের ডেকেছেন। আগামী ৪ জুলাই সন্ধ্যা ৭ টায় পদপ্রত্যাশী নেতারা প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে গণভবনে যাবেন বলে একুশে টিভি অনলাইনকে নিশ্চিত করেছেন ছাত্রলীগের বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।

গত ১১ ও ১২ মে অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলন। নিয়ম অনুযায়ী সম্মেলনের দ্বিতীয় দিন ছাত্রলীগের কমিটি ঘোষণা হওয়ার কথা থাকলেও প্রধানমন্ত্রীর নির্দেশে কমিটি ঘোষনা স্থগিত রাখা হয়।

প্রধানমন্ত্রী নিজে কমিটি ঘোষনা করবেন বলে জানিয়েছিলেন সেই সময়। এর মধ্যে রোজা ও ঈদের ব্যস্ততা, বাজেট অধিবেশন সহ নানা কাজে ব্যস্ত ছিলেন প্রধানমন্ত্রী।

ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন একুশে টেলিভিশন অনলাইনকে জানান, আজ গণভবন থেকে এবারের সম্মেলনে ছাত্রলীগের পদ প্রত্যাশী নেতাদের ডেকে পাঠানো হয়। তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ৪ জুলাই সন্ধ্যা ৭ টায় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার কথা থাকলেও সন্ধ্যা ৬ টার মধ্যে গণভবনে পৌঁছাবেন তারা।

জানা গেছে ছাত্রলীগের সভাপতি ও সম্পাদক পদ ঠিক করে রেখেছেন প্রধানমন্ত্রী। কমিটি ঘোষণার পর যেন কেউ বিদ্রোহ না করে সেটি নিশ্চিত করতে, ছাত্রলীগ সব সময় শেখ হাসিনার পাশে থাকায় তাদের ধন্যবাদ জানাতে এবং আগামী নির্বাচনে রাজপথে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহবান জানানোসহ সার্বিক দিক নির্দেশনা দিতে তাদেরকে গণভবনে ডাকা হয়েছে।  

উল্লেখ্য, এবারের সম্মেলনে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদের জন্য মনোনয়ন পত্র সংগ্রহ করার পর যাচাই বাছাই শেষে এখন পদ প্রত্যাশী আছেন ৩২৩ জন।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি