ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

ছাত্রলীগের পুনর্মিলনীতে আমন্ত্রণ পাননি শোভন-রাব্বানী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৬, ২ জানুয়ারি ২০২০ | আপডেট: ১৯:৫৫, ২ জানুয়ারি ২০২০

ফাইল ছবি

ফাইল ছবি

ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান ও পুনর্মিলনীতে আমন্ত্রণ পাননি পদ হারানো রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং গোলাম রাব্বানী।

আগামী ৪ জানুয়ারি ছাত্রলীগ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান করতে যাচ্ছে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

প্রতিষ্ঠাবার্ষিকীর এই অনুষ্ঠানে ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকদের আমন্ত্রণপত্র পাঠানো হলেও সদ্য বিদায়ী সভাপতি শোভন ও রাব্বানীর নামে কোনো আমন্ত্রণপত্র ছিল না বলে জানা যায়।

এ বিষয়ে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি নাহিয়ান গণমাধ্যমকে বলেন, ‘দলের নির্দেশনার আলোকে তারা দাওয়াত পাচ্ছেন না।’

২০১৭ তে ছাত্রলীগের ২৯তম জাতীয় সম্মেলনের পর শোভনকে সভাপতি ও রাব্বানীকে সাধারণ সম্পাদক করে দুই বছর মেয়াদি কমিটি গঠিত হয়েছিল। কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কাজ থেকে চাঁদা দাবি ও নানা অনৈতিক কর্মকাণ্ডের জন্য তাদেরকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়। যা ছাত্রলীগের ইতিহাসে প্রথম সরিয়ে দেওয়ার ঘটনা ঘটে।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি