ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আয়োজন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০০, ৪ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বর্ণাঢ্য আয়োজনে ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে বাংলাদেশ ছাত্রলীগ। এ উপলক্ষে সকাল থেকে কেন্দ্রীয় কার্যালয়ে রাজধানীর বিভিন্ন ইউনিট থেকে নেতাকর্মীরা এসে ভিড় করছে।

আজ বৃহস্পতিবার ভোর সোয়া ৬ টায় বাংলাদেশ ছাত্রলীগের সব সাংগঠনিক কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল সাড়ে সাতটায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং সকাল ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে কেক কাটেন নেতাকর্মীরা।

ভোর সোয়া ৬টায় নেতাকর্মীদের উপস্থিতিতে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের প্রথম পর্ব। এ সময় সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি আবিদ আল হাসান, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স প্রমুখ উপস্থিত ছিলেন।

কেক কাটার পর ধানমন্ডির ৩২ নম্বরে যান নেতাকর্মীরা। সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে প্রথম শ্রদ্ধা জানায় কেন্দ্রীয় সংসদ। তারপর একে একে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগসহ বিভিন্ন ইউনিটের পক্ষ থেকে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।

সকাল ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে অনুষ্ঠিত হয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের প্রথম দিনের শেষ পর্ব। কার্জন হলের মূল ফটকে সকাল ৮টায় নেতাকর্মীদের নিয়ে কেক কাটেন কেন্দ্রীয় সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।

একে// এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি