ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ছাত্রলীগের সম্মেলন মে মাসে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪১, ৩১ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলন আগামী মে মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে। শনিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ ব্যাপারে সিদ্ধান্ত নেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় উপস্থিত একটি সূত্র বিষয়টি জানিয়েছেন।

সূত্র জানায়, বৈঠকে ছাত্রলীগের সম্মেলন নিয়ে আলোচনা হয়। এ সময় প্রধানমন্ত্রী আগামী মে মাসে ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠানের কথা জানান। মে মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে ভালো কোনও দিন দেখে সম্মেলনের তারিখ ঠিক করার কথাও তিনি বলেন।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৩১ মার্চ ছাত্রলীগের ২৯তম সম্মেলন করার নির্দেশ দিয়েছিলেন। পরে প্রধানমন্ত্রীর নির্দেশে ওই সম্মেলন স্থগিত করা হয়।

 উল্লেখ্য যে, এর আগে ছাত্রলীগের ২৮ তম সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৫ সালের ২৬ ও ২৭ জুলাই। ওই সম্মেলনে সাইফুর রহমানকে সভাপতি ও এস এম জাকির হোসাইনকে সাধারণ সম্পাদক করে ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়।

এমএইচ/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি